নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ১৬ ডিসেম্বর শনিবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ রেল স্টেশন প্ল্যাটফর্মে বিজয়ের হাসি স্লোগানে মুখরিত হয়ে অসহায় সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে বিজয় দিবস উদযাপন করেন নারায়ণগঞ্জ স্মাইল সংগঠন।
স্বপ্ন ছোঁয়া পথশিশু পাঠশালার শিক্ষক ও সাংবাদিক ইউসুফ আলী প্রধানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মাইল ন্যাশনাল বোর্ডের সহ সভাপতি মনিরুল ইসলাম মুন্না।
পথ শিশুদের নিয়ে ছড়া, কবিতা গল্প ও গানের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মাইল ন্যাশনাল বোর্ডের সাধারণ সম্পাদক জিহাদ হাসান, নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাহাথির মাহি, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, নারী ও শিশু বিষয়ক সম্পাদীকা রূপা আক্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাফসান আহমেদ প্রমূখ। স্মাইল ন্যাশনাল বোর্ডের সহ সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি মনিরুল ইসলাম মুন্না বলেন মৌলিক অধিকার নিশ্চিত করাই হোক বিজয় দিবসের অঙ্গীকার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম ভলান্টিয়ার পান্না আক্তার, আফসানা আক্তার, মো: সোহাগ,আলিফ নূর মোহাম্মদ আসাদ হামজা সহ নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।