পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে মুখোমুখি আ:লীগ ও বিএনপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে ১৬০০ ভোটের বিপরীতে ভোট গ্রহণের কথা রয়েছে। ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে ব্যালট নং বরাদ্দের পাশাপাশি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে ব্যালট নং বরাদ্দের আগেই অত্র সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লার নেতৃত্বে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত একটি প্যানেল এবং অত্র স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের নেতৃত্বে বিএনপি সমর্থিত অপর একটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দিতার কথা তুমুলভাবে আলোচনায় এসেছে এবং প্যানেলের আওতাভুক্ত সকলের ছবি সংবলিত পোস্টার ও প্যানেলে ভোট দেয়ার আহবানের মাধ্যমে আবারও অত্র স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচনে আ’লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থানে দাড়িয়ে বলে মনে করছেন অভিভাবক সহ স্কুলের সাথে সম্পৃক্ত সকলে।

আ’লীগ প্যানেলে অভিভাবক সদস্য পদে আকতার হোসেন, ওসমান খাঁন, কবির হোসেন, মোস্তফা মিয়া ও সংরক্ষিত আসনের মহিলা অভিভাবক সদস্য পদে সামচি বেগম প্রতিদ্বন্দিতা করছেন এবং অপর দিকে বিএনপি’র প্যানেলে নেহাল উদ্দিন, মতিউর রহমান (মাস্টার), পিয়ার হোসেন নয়ন, মঞ্জুর হোসেন ও সংরক্ষিত আসনের মহিলা অভিভাবক সদস্য পদে রেশমা বেগম প্রার্থী হয়েছেন। উল্লেখ্য নেহাল উদ্দিন (ব্যাংক কর্মকর্তা), মতিউর রহমান (মাস্টার) ও রেশমা বেগম বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য। অবৈধভাবে স্কুলের গাছ কর্তন করে মাঠের জায়গা দখল করে টিনের ক্লাস রুম নির্মাণ করে বিদ্যালয়ের সৌন্দর্য বিনষ্ট করা, গত বছরের এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্তি অর্থ নেয়া ও সরকারি নির্দেশনা থাকলেও তা ঠিকভাবে শিক্ষার্থীদের ফেরৎ না দেয়া, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের নামে দলীয় আলোচনা সভা ও শিক্ষার্থীরা খাবার ছাড়া বিদ্যালয় ত্যাগ করা, শিক্ষার্থীদেরকে অতিরিক্ত কিছু বই এবং তা নির্দিষ্ট লাইব্রেরী থেকে কেনার প্রপাগান্ডা বাস্তবায়ন করা, স্কুলের ইভটিজিং বেড়ে যাওয়া, পূর্বের দক্ষ কিছু শিক্ষককে ছাটাই, প্রধান শিক্ষক সহ কয়েকজন শিক্ষকের নিয়োগে অনিয়ম, বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ে লেখা পড়ার খরচ বেড়ে যাওয়া, শিক্ষকদেরকে চাকুরিচ্যুত করার হুমকি দেয়া, নতুন কতিপয় পরিচিতজনকে বিদ্যালয়ের দাতা সদস্য বানানো সহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করা হচ্ছে বর্তমান ম্যানেজিং কমিটির বিরুদ্ধে।

তাছাড়া আঃ রশিদ মোল্লাার পুনরায় ম্যানেজিং কমিটির সভাপতির পদে পুনঃবহালের ইচ্ছা ও বর্তমান সভাপতি মাসুম ভূঁইয়ার পুনরায় স্বপদে বহাল থাকার পরিকল্পনা স্কুলকে ঘিরে অজানা আশংকা দানা বেধেছে স্কুলের সাথে সম্পৃক্ত সকল শুভাকাঙ্খির মনে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা থাকলেও অত্র নির্বাচনে ইউপি নির্বাচনের ন্যায় সহিংসতা থাকবেনা বলেই দাবী সকলের। শেষ পর্যন্ত ভোটাররা কোন নির্দিষ্ট প্যানেলকে বেছে নিবে, নাকি উভয় প্যানেল থেকেই সদস্য নির্বাচিত করবে, তা দেখার অপেক্ষায় সবাই।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত