নৈতিক শিক্ষা ব্যাতীত পুথিগত শিক্ষা মানুষকে সুশিক্ষিত গড়ে তোলে না- এড. তৈমূর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জেলা বিএনপির সভাপতি এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, বক ধার্মীক ও নাস্তিক বুদ্ধিজীবিদের বুঝা উচিত, নৈতিক শিক্ষা ব্যাতীত পুথিগত শিক্ষা মানুষকে সুশিক্ষিত গড়ে  তোলে না । সকল ধর্মই নৈতিকতাকে গুরুত্ব দিয়েছে । এক শ্রেনীর বুদ্ধিজীবি তাদের উম্মাদনাকে প্রতিষ্ঠিত করার জন্য ধর্ম নিরেপেক্ষতার ব্যানারে ধর্মহীন সমাজ কায়েম করতে চান । ১৮ জুন শনিবার বিকালে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় হাজী মনিরউদ্দিন ব্যাপারী কওমী মাদ্রাসায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

দেশের চলমান অবস্থা নিয়ে এড. তৈমূর আলম খন্দকার বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির একটি মাইলফলক। পৃথিবীতে মুক্তিযুদ্ধ আমাদেরকে সম্মানের আসনে বসিয়েছে । অতএব এ মুক্তিযুদ্ধকে জাতির জানতে হবে এবং বিষয়টি সকল শিক্ষার অন্তর্ভুক্ত করা দরকার কিন্তু কোলকাতা মনষ্ক এক ধরনের নাস্তিক বুদ্ধিজীবি মাদ্রাসা শিক্ষার বিরোধীতা করছেন যা খুবই নিন্দনীয়। ইসলাম সাম্প্রদায়ীকতাকে সমর্থন করে না। বরং অসম্প্রদায়ীক রাষ্টীয় ব্যানার লাগিয়ে ভারত বর্ষেই সবচেয়ে বেশী সম্প্রদায়ীক দাঙ্গা সংগঠিত হচ্ছে। এক জন মুসলমান কখনো সাম্প্রদায়ীকতাকে বিশ্বাস করে না বরং নাস্তিকরাই মুসলিম সমাজকে সাম্প্রদায়ীক হিসেবে চিহ্তি করার বিভিন্ন সড়যন্ত্রে লিপ্ত ।

তিনি আরও বলেন, আমার নানা হাজী মনিরউদ্দিন ব্যাপারীর উদ্যোগে খাদুন, রূপসী, মৈকুলী, কাহিনা খিদিরপুর, কবরস্থান প্রতিষ্ঠিত। তারই দান করা ১৯ শতাংশ জমিতে বহুতল বিশিষ্ট করমী মাদ্রাসা করার আমরা উদ্যোগ গ্রহন করেছি। এছাড়া আগামী বছরই মনিরউদ্দিন ব্যাপারী জেনারেল হাসপাতাল নির্মান কাজ শুরু করব ইনশাআল্লাহ। এ মর্মে আমরা আপনাদের সকলের  সহযোগীতা কামনা করছি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা ওলামা দলের সভাপতি সামসুর রহমান খান বেঁনু, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মাহাবুব রহমান, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম সোনারগাঁ পৈারসভার ছাত্রদলের সভাপতি হুমায়ন কবির রফিক, আলাল খন্দকার প্রমূখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত