নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : শহরের চাষাড়া ও ২নং রেল স্টেশনের সামনে গেলেই দেখা যাবে ছেঁড়া জামা-প্যান্ট পরে ৭ থেকে ৮ জন শিশু। অপেক্ষা কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং স্টেশনে আসা যাত্রীদের কাছ থেকে টাকা চাওয়ার। অন্য সময় অলস আড্ডা। নাম আছে তবে পরিচয় নেই।
খোঁজ নিয়ে জানা যায়, যে তাদের সবাই মাদকাসক্ত। বিভিন্ন ধরনের সস্তা নেশায় আসক্ত তারা। কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং ট্রেনের যাত্রীদের কাছ থেকে যে টাকা আয় করে তারা সে অর্থ দিয়েই মাদক সেবন করেন। এছাড়াও টাকা না পেলে জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধে। এদিকে এসব পথশিশুদের লেখাপড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের মান উন্নয়নে নেই কোন সরকারি বা বেসরকারি ব্যবস্থা। পথশিশুদের জন্য আগে ইউনিসেফ থেকে শুরু করে বেশ কয়েকটি বেসরকারি সংগঠন কাজ করলেও এখন আর কোন সংগঠনই কাজ করে না। যার কারণে যাতো দিন যাচ্ছে এসব শিশুরা আরো বেশি বিপদগামী হয়ে পড়ছে। শুধু এসব পথশিশু নিজেরাই না এসব কারণে সামাজিক ব্যবস্থাও পড়ছে হুমকির মুখে।
চাষাড়া রেলস্ট্রেশন এলাকায় রেললাইনের পাশে দেখা মিললো পথশিশু পাভেলের (ছদ্মনাম) সাথে। বাড়ি কোথায় তাও জানে না। বয়স আনুমানিক ৬ বছর। রেলস্টেশনের নিরিবিলি একটি জায়গায় ঝোপের নিছে বসে ধুমপান করছিলো। মা কোথায় জিজ্ঞেস করতেই সরাসরি উত্তর মা আমাকে ফেলে অন্য এক লোকের সাথে চলে গেছে। প্রতিদিন তার ইনকাম হয় সর্বনিম্ন ৫০-১০০ টাকা। এ টাকা দিয়ে সে ধূমপান করে। নেশার প্রশ্ন আসতেই পাভেল জানালো। যখন যা পাওয়া যায় তা দিয়েই নেশা করে সে। নেশার মধ্যে ড্যান্ডি (সলিউশন আঠা পলিথিনের মধ্যে ভরে শ্বাস নেয়া) নেশাই বেশি নিয়ে থাকে সে। নেশার জন্য প্রতদিন ৩০ থেকে ৪০ টাকা খরচ হয়।