নূর হোসেনকে ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের পক্ষ থেকে সংবর্ধনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪: (স্টাফ রিপোর্টার): অতি সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে নূর হোসেনকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করায় শুক্রবার বিকেলে নাসিক ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এদিন মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মুরাদপুরস্থ নাসিক ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের প্রধান কার্যালয়ে এ শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ কারণ তিনি আমাকে এ পদের জন্য যোগ্য মনে করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সংঘটিত হয়েছে। তাই জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। তিনি যাকে যোগ্য মনে করে নৌকার মনোনয়ন দিবেন আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করব। আর যারা আজকে আমাকে এই সম্মান প্রদান করার আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক শামসুল আলম নয়ন, বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ও বন্দর থানা শ্রমিক লীগের সহ-সভাপতি আহাম্মদ আলী, বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ইসলাম পলু, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন, ২৫নং ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল হালিম, দেলোয়ার হোসেন, বন্দর থানা শ্রমিক লীগের ত্রান ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া, সহ-সভাপতি মোঃ রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বন্দর থানা মহিলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক স্বপ্না আক্তার, ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের প্রচার সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর ও রমজান, কোষাধ্যক্ষ নাজির হোসেন, ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগ নেতা আনোয়ার, বিমল, নয়ন ভূঁইয়া, আব্দুল আজিজ, হাবিবুর রহমান, মহিলা নেত্রী আকলীমা বেগম ও লক্ষী রাণী সহ শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সমবেত হয়ে নূর হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

add-content

আরও খবর

পঠিত