নিহত রহিমের গায়েবানা জানাজার নামাজ আদায় করলো বিএনপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ায় ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গায়েবানা জানাজার নামাজ আদায় করেন নারায়ণগঞ্জ বিএনপি। ১লা আগস্ট সোমবার বাদ যোহর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গায়েবানা জানাজার নামাজ আদায় করেন নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত গায়েবানা জানাজার নামাজ পড়ান মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শিব্বির আহম্মেদ।

গায়েবানা জানাজার নামাজে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম-আহবায়ক জাহিদ হাসান রোজেল, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. সাথাওয়াত হোসেন খান, সহ সভাপতি হাজী এ্যাড. জাকির হোসেন, ভািরপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুস সবুর খান সেন্টু, সহ সভাপতি এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, হাজী নুরুউদ্দিন, এ্যাড. রফিক আহম্মেদ, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহবায়ক সাহেদ আহম্মেদ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদল সাবেক সহ সভাপতি নাজমুল হক রানা, রানা মুজিব, মহানগর যুবদলের নেতা মাজহারুল ইসলাম জোসেফ, পারভেজ মল্লিক, জেলা মৎসজীবি দলের আহবায়ক এ্যাড. আনোয়ার প্রধান, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর হর্কাস শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাজাহান, মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সহ দপ্তর সম্পাদক মাহমুদ, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সুমন মিয়া, মহানগর বিএনপি নেতা আল মামুন, হান্নান সরকার, আনোয়ার হোসেন বকুল, আল আরিফ, জাহাঙ্গীর মিয়াজী, সাইফুল ইসলাম বাবু, দুলাল হোসেন, হীরা সরদার, আলী আজগর, আব্দুর রশিদ হাওলাদার, জেলা বিএনপি নেতা একরামুল করিম মামুন, এ্যাড. আলমগীর, রুহুল আমিন, এ্যাড. আলামিন, সদর থানা ছাত্র দলের আহবায়ক সাদ্দাম হোসেন, মহানগর যুবদল নেতা সাইদুজ্জামান শহীদ, মঞ্জুরুল আলম মুছা, নবু হোসেন, মানিক বেপারী, জামাল প্রধান, তাওলাদ হোসেন সহ নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। জানাজার নামজ শেষে নিহতের রুহের মাগফেরাত কামনা সহ দেশবাসী সকলের জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, দেশব্যাপী জ্বালানি, গ্যাসের মূল্যবৃদ্ধি ও বিদুতের লোড শেডিংয়ের প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হয়। এরই প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির গায়েবানা জানাজার নামাজ আদায়ের জন্য কর্মসূচি ঘোষণা করেন নারায়ণগঞ্জ বিএনপি।

add-content

আরও খবর

পঠিত