নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ূরপঙ্খী ছিনতাইচেষ্টার ঘটনায় মামলা (নম্বর ১৫) হয়েছে পতেঙ্গা থানায়। এতে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদসহ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইন, ২০১২ এর ৬ ধারা এবং বিমান নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন, ১৯৯৭ এর ১১ (২) ও ১৩ (২) ধারায় মামলাটি দায়ের হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার বাদী হয়ে মামলাটি করেন। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৩৪ জন যাত্রী ও ১৪ জন ক্রু নিয়ে বিজি ১৪৭ ফ্লাইটটি গতকাল ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই বিমানটি ছিনতাইয়ের কবলে পড়ে। পরে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে ছিনতাই নাটকের অবসান হয়।
বিমান ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুধঘাটা গ্রামে। সোনারগাঁয়ের দুধঘাটা গ্রামের বাসিন্দা ও মুদি দোকানদার পিয়ার জাহান সরদারের চার সন্তানের মধ্যে পলাশ আহমদ দ্বিতীয়। পিয়ার জাহান-রেনু দম্পতির একমাত্র ছেলে পলাশ এবং বাকি ৩ জন মেয়ে।