নারায়ণগঞ্জ বার্তা ২৪ : তোলারাম কলেজের অনার্স ৩য় বর্ষের মেধাবী ছাত্র শাহরিয়াজ শুভ্র এর ব্যবহৃত মোবাইল ফোন সেটটি অবশেষে উদ্ধার করতে পেরেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রিমান্ডে থাকা গ্রেপ্তারকৃত আসামী আলামিনের স্বীকারোক্তি ও তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ১৪ ই সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানা এলাকার শনির আখড়া থেকে মোবাইল ফোন সেটটি উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিবির আইটি বিভাগের এসআই মফিজুল ইসলাম জানান, শুভ্র এর মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যাওয়াই ছিলো ছিনতাইকারীদের উদ্দেশ্য। সামান্য মোবাইল ফোনের কারণেই জীবন দিতে হয়েছে শাহরিয়াজ মাহমুদ শুভ্রের।অবশেষে উদ্ধার হলো নিহত শুভ্রর মোবাইল ফোন। রিমান্ডে থাকা গ্রেফতারকৃত আসামী আলামিনের স্বীকারোক্তি ও দেখানো মতে আজ উদ্ধার করা হলো। এটাই সেই মোবাইল, যে মোবাইলটি ছিনতাই করতেই ছিনতাইকারীরা জীবন নিল একজন মেধাবী ছাত্রের।
প্রসঙ্গত, মঙ্গলবার ১২ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটায় জেলা গোয়েন্দা শাখার আইটি বিভাগের এসআই মফিজুল ইসলাম নিহত শুভ্র এর মোবাইল সূত্র ধরে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে সংবাদকর্মী ও তোলারাম কলেজের অনার্স ৩য় বর্ষের মেধাবী ছাত্র শাহরিয়াজ শুভ্রকে হত্যাকারী ৪ ছিনতাইকারীচক্রের সদস্যকে গ্রেপ্তার করেছিলো জেলা গোয়েন্দা পুলিশ। ওই সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করে দেয়া তথ্য অনুসারে, ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি (ঢাকা মেট্রো-থ-১১-৩০২৪), ২ টি চাকু, এবং ৪ টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, সিএনজি চালক কুমিল্লা জেলার তিতাস থানার মঙ্গলকান্দি এলাকার বেলায়েত হোসেনের ছেলে মোঃ ইয়ামিন ওরফে আল-আমিন (২৩), দেবীদ্বার উপজেলার উজালীকান্দি এলাকার কেসমত আলীর ছেলে মোঃ জালাল (৩০), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নিমাইকাশারী এলাকার আলম মিয়ার ছেলে জুয়েল (২২), এবং দক্ষিন নিমাইকাশারী এলাকার বাবুল মিয়ার ছেলে রবিন ওরফে রিক্সা রবিন।
গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টায় ফতুল্লার ভূঁইগড় কড়ইতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে একটি পচা পুকুরে এলাকাবাসী একটি অজ্ঞাত লাশ ভাসতে দেখে। পরে ফতুল্লা থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়।
লাশ উদ্ধারের একদিন পর (১০ সেপেটম্বর) ফতুল্লার লালপুর মাদ্রাসার শিক্ষক কামাল হোসেন লাশটি তার ছেলে সংবাদকর্মী ও তোলারাম কলেজের অনার্স ৩য় বর্ষের মেধাবী ছাত্র শাহরিয়াজ শুভ্র’র বলে সনাক্ত করেন। পরে ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন (মামলা নং-২২(৯)১৭।