নিহত ওমর ফারুকের নামে সড়কের নামকরণের আশ্বাস মেয়র আইভীর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বন্দরের প্রবাসী ওমর ফারুকের নামে সড়কের নামকরণের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (২৭ মার্চ) সকাল ১০ টায় নিহতের পরিবারের স্বজনদের সমবেদনা জানাতে বাড়িতে ছুটে যান নারায়ণগঞ্জ সিটি করপোরশেনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী।

এসময় মেয়র আইভীকে কাছে পেয়ে এলাকাবাসী বন্দর এলাকায় ওমর ফারুকের নামে একটি সড়কের নামকরণ করার দাবী জানালে আইভী গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে আমি স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বলবো। কাউন্সিলর বিষয়টি নিয়ে অফিসিয়ালি প্রস্তাব করবে। তারপর সিটি করপোরশেনের পক্ষ থেকে যথাসাধ্য বিবেচনা করা হবে।

মেয়র আইভী বলেন, ওমর ফারুক নিশ্চিত শহীদের মৃত্যুবরণ করেছে। আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন। এই ধরনের মৃত্যু আমরা কখনোই আশা করিনি।

add-content

আরও খবর

পঠিত