নির্যাতিত নিপিড়িত মানুষের কন্ঠস্বর হয়ে কাজ করব : খান মাসুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী খান মাসুদ বলেছেন, আমার কখনোই ইচ্ছে ছিল না নির্বাচন করার। ২২নং ওয়ার্ডের জনগণই আমাকে উৎসাহিত করেছে। আমি সাধারন মানুষের জন্য রাজনীতি করি। আমি নির্বাচিত হই বা না হই নির্যাতিত নিপিড়িত মানুষের কন্ঠস্বর হয়ে সব সময় কাজ করব। ১৯ই ডিসেম্বর রবিবার বাদ আছর ২২ নং ওয়ার্ডস্থ লেজারার্স আবাসিক এলাকায় নারী ভোটারদের সাথে আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খান মাসুদ বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। তাই আপনাদের গোলামী করার জন্য একটি বার সুযোগ চাই। এই ওয়ার্ডে অবহেলিত জনগোষ্ঠীর স্বার্থে জনকল্যানে কাজ করতে চাই। বিগত সময়ে করোনা সংক্রমনে জীবনের ঝুকি নিয়ে ২২নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাতের আধারে খাবার পৌছে দিয়েছি। সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে চাই। এজন্য আমার ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাই।

সারোয়ার খানের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো. লিটন খান, লেজারার্স আবাসিক এলাকা মসজিদ কমিটির সদস্য, নূর ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. চান বাদশা, সানজিদা খানম স্বপ্না, আমানা খাতুন, গোলসান আরা, জুবায়ের খান, আসিফসহ স্থানীয় শতশত নারী ভোটারবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত