নির্বাচন নিয়ে জ্বালাও পোড়াও করলে ছাড় দেওয়া হবে না : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ  সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সাবধান, একদম সাবধান। নির্বাচন নিয়ে জ্বালাও পোড়াও করলে ছাড় দেওয়া হবে না। এ লড়াই স্বাধীনতার পক্ষের লড়াই। এ লড়াই করে আমাদের বহুদূর যেতে হবে। আপনারা দেখে শুনে ভোট দেবেন। ঐক্যবদ্ধ থাকেন জয় আমাদের হবেই।

১৬ই ডিসেম্বর রবিবার বিকালে সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিজয় র‌্যালী উপলক্ষে জনসভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচন আওয়ামীলীগের ক্ষমতায় যাওয়ার নির্বাচন নয়, এ নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন। বিএনপির নেতা ড. খন্দকার মোশারফ পাকিস্তানের আইএসের সঙ্গে কথা বলেছেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্রে পাকিস্তান জড়িত। কিছুদিন আগে এ অডিও রেকর্ড ফাঁস হয়েছে। আপনাদের সাবধান থাকতে হবে। দেশে জামায়াত বিএনপি ক্ষমতায় আসলে দেশ বাঁচানো সম্ভব হবে না।

তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, জাতীয় সংসদ হলো আইন পাশ করার জায়গা। জাতীয় সংসদ সদস্য হতে হলে যোগ্যতার প্রয়োজন। ভালো করে বাংলা ইংরেজি জানতে হয়। এ আসনের বিএনপি প্রার্থীর সেই যোগ্যতা নেই।

স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল কায়সারের উদ্দেশ্যে তিনি বলেন, দল মহাজোটকে এ আসন ছাড় দিয়েছেন। আমি আশা করি কায়সার ১৮ তারিখের পর এক মঞ্চে লাঙ্গলের পক্ষে ভোট চাইবেন। দলের স্বার্থ পরিপন্থী কাজ করবেন না। যারা দলের স্বার্থ পরিপন্থি কাজ করবেন তাদের ছাড় দেওয়া হবে না।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও মহাজোটের মনোনিত প্রার্থী লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভেকেট হোসনে আরা বাবলী, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী ডা. সেলিনা আক্তার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নূর জাহান, মোস্তাফিজুর রহমান মাসুম, জেলা আওয়ামীলীগের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামীলীগ ও মহাজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ ও মহাজোটের নেতাকর্মীরা অংশ নেন।

add-content

আরও খবর

পঠিত