নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ডিসির সাথে আওয়ামী লীগের নেতাদের গোপন বৈঠকের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত মেয়র প্রার্থী মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আপনারা কি আলোচনা করেছেন সেটা জাতি জানতে চায়। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র জনগণ কখনই মেনে নিবে না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যদি ঘোলাটে করার পাঁয়তারা করেন, তাহলে শান্তি প্রিয় জনগণ নারায়ণগঞ্জ অচল করে দিতে বাধ্য হবে। ১৪ই জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় চাষাড়া শহীদ মিনারে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের শেষ দিনে হাতপাখার বিশাল গণসংযোগে এসকল কথা বলেন তিনি।
মুফতি মাসুম বিল্লাহর পক্ষে হাতপাখার বিশাল গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। তিনি তার বক্তব্যে বলেন, চতুর্দিকে হাতপাখার গণজোয়ার সৃষ্টি হয়েছে। সর্বস্তরের মানুষ আমাদের গ্রহণ করছে, সমর্থন দিচ্ছে। গণমানুষের এক কথা, আগামী নির্বাচনে আমরা সৎ ও যোগ্য নেতৃত্ব চাই।
হাতপাখার বিশাল গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে.এম আতিকুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাও. লোকমান হোসাইন জাফরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মুনতাছির আহমাদ, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ মাহবুব হোসেন, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুলতান মাহমুদ সহ নগর ও ওয়ার্ডের সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।