নির্বাচনী প্রচারণায় ভাইকে নিয়ে খোরশেদ এর বিশাল শো-ডাউন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি নিবার্চনে (নাসিক) ১৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কাউন্সিলর প্রার্থী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ তার বড় ভাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং জেলা বিএনপির আহবায়ক অ্যাড. তৈমুর আলম খন্দকারকে সাথে নিয়ে শত শত মানুষ নিয়ে বিশাল মিছিল করে শোডাউন করেছে। ১০ই ডিসেম্বর শুক্রবার বিকালে নাসিক ১৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে দোয়া সমর্থন কামনা করেন তিনি। সময় এলাকার স্থানীয় সর্বস্তরের মানুষ সমর্থন জানিয়ে গণসংযোগে অংশ নিলে গণসংযোগটি গণজোয়ারে রূপ নেয়। গণসংযোগটি মাসদাইর তার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গলাচিপা, আমলাপাড়া, চাষাড়া, কলেজ রোড, জামতলা ঈদগাহ হয়ে পুণরায় তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এদিকে প্রতিটি এলাকায় খোরশেদকে দেখা মাত্রই তরুণ, যুবক, নারী পুরুষরা ছুটে আসতে দেখা যায়

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আজাদ বিশ্বাস, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে অ্যাড. তৈমুর আলম খন্দকার বলেন, এই নারায়ণগঞ্জ শহরবাসীর প্রতি আমাদের একটা দায়িত্ব রয়েছে। যেকোনো পরিস্থিতিতে নিষ্ঠার সাথে আমরা এই দায়িত্ব পালন করবো। আপনাদের কাছে আহবান, আপনারা অতীতে যেভাবে আমাদের সাথে ছিলেন ঠিক একইভাবে এবারও আমাদের সাথে থাকবেন। আপনাদের সাথে নিয়ে এবারও আমরা এগিয়ে যাবো।

কাউন্সিলর খোরশেদ বলেন, আমি সবাইকে সালাম পৌছে দিয়ে জানাতে এসেছি আমি তাদের পাশে আছি। তারা আমাকে নির্বাচিত করলেও আছি না করলেও আছি। মানুষের জন্য কাজ করতে পারাটাই আমাদের সুখের উৎস। আমি যদি বিগত দিনে আমার ওয়ার্ডবাসীর জন্য কাজ করে থাকি, তারা যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে তারা যেন আমাকে আবারো নির্বাচিত করেন।

প্রসঙ্গত, এবারও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদে লড়ছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ছোট্ট ভাইকে বিজয়ী করতে মাঠে রয়েছেন জেলা বিএনপির আহবায়ক এড.তৈমূর আলম খন্দকার । আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। নারায়ণগঞ্জের ২৭ টি ওয়ার্ডে এবার ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত