নিরাপদে কেন্দ্রে এসে ভোট দেয়ার আহবান জানিয়েছে না.গঞ্জের ডিসি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বলেছেন, আগামীকাল নারায়ণগঞ্জের ৩টি উপজেলার ১০টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষ্যে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। তাই ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে আপনার মূল্যবান ভোট দিয়ে যোগ্য প্রার্থীদের বিজয়ী করুন। খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ২৫ই ডিসেম্বর শনিবার সকালে চাষাড়াস্থ সাধু পৌলের গীর্জায় কেক কাটা ও প্রার্থনার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক বলেন, বড়দিন উপলক্ষ্যে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা খ্রীষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চাই, বড়দিনের মাধ্যমে যেন সকল পঙ্কিলতা, যা কিছু কালো, যা কিছু মন্দ, যা কিছু অশুভ তা যেন নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত হয়। সকল ধর্মের মানুষ যেন সমানভাবে সুবিধা নিয়ে, দায়িত্ব নিয়ে, সচেতনভাবে নারায়ণগঞ্জে বসবাস করতে পারি, আমরা চাই যীশু খ্রীষ্ট এই দোয়া করেন, এই আশির্বাদ করেন, এটি কবুল করেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে খ্রীষ্টান ধর্মের প্রত্যেকেই সুষ্ঠু-সুন্দরভাবে এখানে থাকতে পারে, কাজ করতে পারে, তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান যেন পালন করতে পারে এই আশা ব্যক্ত করছি। নারায়ণগঞ্জ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা, এ জায়গায় সকল ধর্মের মানুষ সমানভাবে স্বাধীনতা ভোগ করে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, এরকম একটি সুন্দর পরিবেশ আমাদেরকে দেয়ার জন্য।

আগামীকাল ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসনের ভুমিকার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, আগামীকাল আমাদের নারায়ণগঞ্জের ৩টি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা প্রায় ২০জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটদের অধীনে পাঁচ প্লাটুন বিজিবি দিয়েছি। আমাদের রেগুলার যে ফোর্স পুলিশের যথেষ্ট পরিমাণ সদস্য উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, র‌্যাব থাকবে, আনসার-ভিডিপি থাকবে, আমাদের উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডরাও কাজ করছে। এর বাইরে প্রত্যেক উপজেলায় আমরা একজন করে এডিসি দায়িত্বে দিয়েছি এবং পুলিশের পক্ষ থেকে একজন করে এডিশনাল এসপি দায়িত্ব দেয়া হয়েছে। আমরা প্রত্যেকটা সেন্টারকেই গুরুত্ব সহকারে দেখছি এবং সেখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন খ্রীষ্টধর্মাবলম্বীদের নেতা পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ মহানগরের সভাপতি লিটন, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগরের সভাপতি অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, শিবু দাস, কৃষ্ণা, প্রদীপ দাস সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত