নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় অবস্থায় নিয়ে আসুন : এড. কালাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আবারও পুলিশি ব্যরিকেটের মধ্যে বিক্ষোভ সমাবেশ করলেন মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় বুধবার ১৩ ডিসেম্বর বিকেল ৩ টায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন মহানগর বিএনপি।

মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবুল কালাম এর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের  সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা।

এ সময় এড. আবুল কালাম বলেন, আমরা ৭৪ এর দুর্ভিক্ষ দেখেছি সেটার পুনরাবৃত্তি হউক সেটা আমরা কেউই চাই না। কিন্তু এই অবৈধ সরকার দিন দিন অন্যায় ভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করে তা জনগনের উপর চাপিয়ে দিচ্ছে। তাতে করে ৭৪ এর সেই দিন আবারও আসছে। আমি সরকারের প্রতি আহবান করবো সামনে জাতীয় নির্বাচন সেই দিক খেয়াল রেখে হলেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের সহনীয় অবস্থায় নিয়ে আসুন। সেটা হয়তো নির্বাচনে আপনাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে। আপনারা জন-বিছিন্ন হয়ে পরেছেন এখনো সময় আছে জন-কল্যান মুখী কাজে নিজেদেরকে ব্যবহার করুন। আপনাদের এই মূল্য বৃদ্ধির চাপ শিক্ষার উপরও পড়ছে। কারন খেটে খাওয়া মানুষ গুলো সংসার চালাতে হিমশিম খাচ্ছে সেখানে ছেলে মেয়েদের পড়াশুনার খরচ কোথায় পাবে।

এ সময় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগনের সেবক হিসেবে নিয়োজিত রয়েছেন কিন্তু আচরন সেটা প্রমান করছে না। প্রেসক্লাবের মত একটি জায়গায় দেশ ও জনগনের অধিকার আদায়ের জন্য কথা বলতে গিয়েও আপনাদের ব্যরিক্যাটের মধ্যে আমাদের থাকতে হচ্ছে। আপনাদের কর্মকান্ড দেশের মানুষের কাছে প্রশ্নবৃদ্ধ হচ্ছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, দুঃখের সাথে বলতে হচ্ছে এই বিজয়ের মাসেও দেশের প্রয়োজনে বিক্ষোভ করতে হচ্ছে। বাংলার মানুষের স্বাধীনতার জন্য দেশ স্বাধীন করলেও সেই স্বাধীনতা এখন আর নেই। এই অবৈধ সরকার মানুষের মৌলিক চাহিদা থেকে শুরু করে, গুম, খুন, হত্যা, নির্যাতন-নিপিরন, বাক-স্বাধীনতা, ভোটাধিকার সব কিছুই ছিনিয়ে নিয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় যে রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছিলো তারই আজ এই কর্মকান্ড পরিচালন করছে। জাতির বিভেক সাংবাদিকদের স্থান প্রেশক্লাবেও আজ আমরা প্রতিবাদ করতে পারছি না। জনগন যদি শুষ্ঠ নির্বাচনের পরিবেশ পায় তাহলে এটার উচিৎ জবাব ব্যলটের মাধ্যমে দিবে। সেখানে আওয়ামীলীগ ৩০টি আসনও পাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির কোষাধক্ষ মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা আরিফ আহম্মেদ গোগা, পিয়ার হোসেন, সুজন হোসেন, মাসুদুর রহমান মাসুদ, সোলেমান, আনোয়ার হোসেন আনু, আব্দুর রহমান, মহাম্মদ হোসেন কাজল, জাহাঙ্গীর মিয়াজী, হাফিজ, ফরিদ, এড. আব্দুল মতিন, মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক মনোয়ার হোসেন শোখন, যুবদল নেতা নাজমুল হক রানা, বরকত উল্লাহ, রোমান, মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মনির মল্লিক, সদস্য সচিব আলী আজগর, ফজলুল হক, হারুণ শেখ, নুর মোহাম্মদ, মহানগর স্চ্ছো সেবক দল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, মোশারফ হোসেন, আব্দুর রশিদ হাওলাদার, আজিম সরদার, কামাল মোল্লা, আফজাল হোসেন, লিটন, মাসুম, বিল্লাল, কামরুল ইসলাম খোকন, ফারুক, দুলাল, মতিউর রহমান, মহানগর ছাত্রদল নেতা আরাফাত চৌধুরী, মেহেদী হাছান, শফিকুল ইসলাম, আব্দুল হাসিব, শাহীন শরিফ, দর্পন প্রধান,  মোক্তাধির হোসাইন হৃদয়,  সোহেল সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

add-content

আরও খবর

পঠিত