নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একেই বলে চুরি ও সিনাজুরি। নিজেরা ( হাফিজ শেখ ও সোহেল শেখ) সিটি কর্পোরেশনের জায়গা দখল করে রেখেছেন। নিজের বাড়ির জায়গা বাঁচাতে হাফিজ গং প্রতিবেশীর সীমানা দেয়াল ভেঙ্গে দিয়েছে। ভুক্তভোগী প্রতিবেশী মোঃ সুমন এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় জিডি এন্ট্রি করেছেন। জিডি নং ১১১৭ , তাং ২৭/১/২০১৮। তাছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র বরাবরও সীমানা বিরোধ নিষ্পত্তি করে দেয়ার জন্য মোঃ সুমন আবেদন করেছেন। হাফিজ গং এর এই সকল অপকর্মে মাসদাইর ৬৯ নং শেরে বাংলা লিংক রোড এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এলাকাবাসী হাফিজ ও সোহেল গং কে দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। হাফিজ গং সিটি কর্পোরেশনের প্রায় ৩৫ ফুট জায়গা দখল করে একটি শাখা রোড বন্ধ করে রেখেছেন। রাস্তা বন্ধ করে রাখার বিষয়ে এলাকাবাসীর ক্ষোভের শেষ নেই। এলাকাবাসীর অভিযোগ, হাফিজ শেখ ও সোহেল শেখ খারাপ প্রকৃতির লোক। নিজেদের স্বার্থটা বোঝেন ষোল আনা। তারা দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের জায়গা দখল করে রেখেছেন। সে জায়গায় রয়েছে তাদের বিল্ডিং। মেইন রোড থেকে শাখা রোডে ঢুকতেই হাফিজ গং এর বিল্ডিং। শাখা রোডের ৩ ফুট করে যায়গা তাদের বিল্ডিং এর ভেতর পড়েছে।
তাই কৌশলে ও শক্তি প্রয়োগ করে হাফিজ গং শাখা রোডের অপর পাশের বাড়ির মালিককে ( মোঃ সুমন গংকে ) তাদের সীমানা থেকে ৩ ফুট যায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। চাপ প্রয়োগ করে দুর্বল বাড়ির মালিককে সীমানা থেকে ৩ ফুট ভেতরে সীমানা দেয়াল দেয়াতে পারলে হাফিজ গং এর বাড়ীটা অক্ষত থাকবে। নইলে সিটি কর্পোরেশনের লোকজন রাস্তা মেপে যায়গা বের করলে হাফিজ ও সোহেল গং এর বাড়ী ভাঙ্গা পড়বে। তাই চালাকী করে নিজেদের বাড়ী বাঁচাতে হাফিজ গং পাশের বাড়ী মালিককে সীমানা দেয়াল ৩ ফুট ভেতরে তোলার জন্য চাপ দেন।
বাড়ীর মালিক সুমন নিজের বাড়ীর সীমানায় দেয়াল তুললে গত ২৫ জানুয়ারী দুপুরে হাফিজ গং প্রথমে তাদের বাড়ীতে গিয়ে সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর সুমনদের পরিবারের সকলের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ নানা ধরনের হুমকী দেয় এবং ভয়ভীতি দেখায়। হুমকীর দেয়ার পরেই লাঠিয়াল বাহিনী দিয়ে হাফিজ গং সুমনদের সীমানা দেয়াল ভেঙ্গে দেয়।