নারায়ণগঞ্জ বার্তা ২৪ (শহর প্রতিনিধি ) : নগরীর মিশন পাড়া এলাকায় স্বপ্ন সুপার শপকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। পণ্যের সঠিক মান বজায় না রাখা এবং নিজেদের ইচ্ছে মতো মূল্য নির্ধারণ করায় এ জরিমানা করা হয়। ২৮ র্মাচ মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের বিচারক ও নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমকে সহায়তা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক তাহমিনা বেগম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, স্বপ্ন সুপার শপে বিদেশ থেকে এবং থ্রি স্টার ও আরিক করপোরেশন নামে কোম্পানি থেকে আমদানী করা পণ্যে আমদানীকারকদের মনোগ্রাম যুক্ত নির্ধারিত মূল্য নেই। সেখানে তাদের ইচ্ছে মতো মূল্যের স্টিকার লাগিয়ে ভোক্তার সঙ্গে প্রতারণা করছে।
এসব কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে পণ্যের মান ঠিক রাখতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ওমর ফারুককে সতর্ক করে দেওয়া হয়েছে।