নিখোঁজের দুই দিন পর দই বিক্রেতার লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নিখোঁজের দুই দিন পর শীতলক্ষ্যা নদী থেকে দই বিক্রেতা জমির আলীর লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রোববার সকালে তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকার শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। জমির আলী রূপসী এলাকার আসগর আলীর ছেলে।

নিহত দই বিক্রেতার স্ত্রী রেখা আক্তার ও ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল খালেকের বরাত দিয়ে তার চাচা আব্দুল চৌধুরী বলেন, নোয়াপাড়া এলাকার নাজিমউদ্দিনের ছেলে আমিরের কাছ থেকে ব্যবসা করার উদ্দেশে ২০ হাজার টাকা ধার নেয় জমির আলী। এরমধ্যে দশ দিন আগে ১০ হাজার টাকা পরিশোধ করেন। বাকী ১০ হাজার টাকা চলতি মাসের  ১২ তারিখ পরিশোধ করার তারিখ নির্ধারন করা হয়। যথাসময়ে টাকা না পেয়ে শুক্রবার সন্ধ্যায় আমিরের সহযোগী একই এলাকার জাহাঙ্গীর ও মতিনের সহযোগীতায় জমির আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে দক্ষিণ রূপসী খেয়াঘাটে নিয়ে জমির আলীকে তারা মারধর করে। স্থানীয় চা দোকানদার আব্দুল খালেক জমির আলীকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও পিটিয়ে আহত করে। এসময় খালেক দৌড়ে পালিয়ে গিয়ে জমির আলীর ভাতিজাদের জানায়। পরে তারা দীর্ঘ প্রায় ৮ ঘন্টা শীতলক্ষ্যা নদীতে খোঁজাখুজি করে। রোববার সকালে রূপসী এলাকায় শীতলক্ষ্যা নদীতে জমির আলীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোববার সকাল সাড়ে ৮ টায় তার লাশ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, আমরা এখনো কোন  ক্লু পাইনি। সন্ধ্যার পর আত্মীয় স্বজনরা আসবে। তখন বলতে পারবো আসলে কি ঘটনা ।

add-content

আরও খবর

পঠিত