নিখোঁজের ১ দিন পর শীতলক্ষ্যায় ভাসলো কিশোরের লাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : ঈদের ছুটিতে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ১দিন পর মিরাজ (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর সেতুর নিচে কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে লাশটি ভেসে উঠে। পরে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ মিরাজ শহিদ নগর এলাকার আব্দুল খায়ের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

এর আগে নিখোঁজ মিরাজের সন্ধানে ১৩ জুলাই বুধবার দুপুর থেকে টানা ২দিন নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রাখে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে ১৪ জুলাই বৃহস্পতিবার লাশ ভেসে উঠলে তারা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

ঈদের ছুটিতে বুধবার সকালে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান মিরাজ ও তার বন্ধুরা। দুপুর ১টার দিকে ৪ বন্ধু গোসল শেষে তীরে উঠে এসেও নদীতে প্রবল সোত ও গূর্ণিপাকে পড়ে তলিয়ে যান মিরাজ। তখন থেকে তিনি নিখোঁজ থাকেন। পরে খবর পেয়ে ওইদিন বেলা ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ বিষয়ে স্থানীয় যুবক সোহেল রানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। সে দিন সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে সমাপ্তি ঘোষণা করেন। দ্বিতীয় দিন সকাল থেকে আবার শুরু করেন। ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নদীতে লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিস উদ্ধার করে।

এদিকে এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত