নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রির্পোটার) : নব-র্নিবাচিত নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন সংগঠনের যুগ্ম সম্পাদক দৈনিক নারায়ণগঞ্জের আলোর প্রকাশক সাংবাদিক রাজু আহমেদ বলেছেন, আমরা সকলেই বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক যেখানে অনেকটাই ব্যবসায়িক প্রতিযোগীতামূলক মনোভাব আমাদের সকলের মধ্যেই বিরাজমান। তাছাড়াও আমাদের মধ্যে রয়েছে নানারকমের দলাদলি যার জন্য আমরা নারায়ণগঞ্জের সাংবাদিকবৃন্দরা অনেকটা এগিয়েও যেন পিছিয়ে আছি। তাই আমার প্রথম কাজ সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ করে ঐক্যমত নিয়ে কাজ করা। দ্বিতীয়ত আমাদের সোচ্চার হয়ে সামাজিক যে অসংঘতি রয়েছে মাদক, সন্ত্রাস, চাদাঁবাজীসহ অনুন্নয়নের উপর আমাদের কোন ছাড় থাকবেনা। কোন এলাকায় মানবিক বা সামজিক সমস্যা হলে, যেমন সড়কের কোন সমস্যা হয়েছে আমরা একসাথে সংবাদ প্রকাশের মাধ্যমে বিভিন্ন সমস্যা দূরিকরনে বিশেষ ভূমিকা রাখার চেষ্টা করব। মঙ্গলবার ২৩ ই আগস্ট রাতে রাজু আহমেদের সাথে নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়কালে তিনি উল্লেখিত কথাগুলি বলেন।
এছাড়াও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নবীন সাংবাদিকদের ব্যাক্তিগতভাবে নিরুৎসাহী করি । আমরা যেভাবে হাতে কলমে শিখেছি সেই সুবিধাটা এখন নেই। আমাদের এখানে সাংবাদিকদের জন্য ভালো প্রশিক্ষনের ব্যবস্থা নেই। তাছাড়া আমাদের সাংবাদিকদের যে সিন্ডিকেটের সৃষ্টি হয়েছে এতে করে দেখছি এখনো অনেক নবীন সাংবাদিক রয়েছে যাদের সংবাদ আমরা পত্রিকাগুলোতে পড়ে থাকি ভালো সংবাদ লিখে থাকে। কিন্তু দলাদলির কারনে তারা ঢাকার বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করার সুযোগ নিতে পারেনা। কারন আমরা নারায়ণগঞ্জের সাংবাদিকতায় ঐরকম ভালো অবস্থান প্রতিষ্ঠিত করতে পারিনি আর এটার জন্য মূলত আমরাই দায়ী। তারপরেও আমার প্রচেষ্টা থাকবে নবীন সাংবাদিকদেরকে যতটুকু সম্ভব আমি ও আমাদের সংগঠনের মাধ্যমে সহযোগীতা করব।
তিনি আরও বলেন, র্বতমানে সাংবাদিকতা পেশায় অনেকটাই সহজলভ্যতা বৃদ্ধি পেয়েছে। আমরা বা আমাদের র্পুববর্তীকালে যারা সাংবাদিকতায় নিয়োজিত ছিল তারা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এতটা সহজ সাংবাদিকতা করার নজির পায়নি। আমরা সংবাদ প্রকাশ করেছি তার জন্য সংবাদের খুটিনাটিতে অনুপ্রবেশ করেছি এবং সরেজমিনে ঘটনার বিবরনে অনেক ঝুকিঁর সম্মূখিনও হয়েছি। আমরা ঐ সময়টায় হাতে লিখে সংবাদ করতাম কম্পিউটার পরিচালনায় এতটা দক্ষ ছিলামনা। কিন্তু এখনকার সাংবাদিকরা প্রযুক্তির উপর র্নিভরশীল অনেকটাই অনলাইনভিত্তিক কপি পেস্টের সংবাদ প্রকাশনা করে থাকি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের পাঠক শ্রেনীর হাতে ভিন্নমাত্রার একটি পত্রিকা জেলায় সর্বপ্রথম রঙিন ট্যাবলয়েড নারায়ণগঞ্জের আলো পত্রিকাটি রাজু আহমেদের প্রকাশনায় প্রকাশিত হচ্ছে। দীর্ঘ এক যুগের বেশী সময় ধরে গণমাধ্যমকর্মী হিসেবে রাজু আহমেদ বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে দ্বায়িত্ব পালন করছেন। তিনি তার কাজের স্বীকৃতি হিসেবে প্যানোস সাউথ এশিয়া মিডিয়া এওয়ার্ডসহ বিভিন্ন সংগঠনের সম্মাননায় ভূষিত হয়েছেন।