নারায়ণগঞ্জ বার্তা ২৪ : না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মানিক হোসেন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় সাইনবোর্ডস্থ প্রো-এ্যাক্টিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মানিক হোসেন কুমিদিনী বাগান এলাকার মৃত হানিফ সরদারের ছেলে। সে স্ত্রী-সন্তাানদের নিয়ে শহরের খানপুর সরদার পাড়া চিটাগাং বেকারি সংলগ্ন ভাড়া বাসায় থাকতেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৩৮ বছর। সে স্ত্রী, এক ছেলে (১৩) ও এক মেয়ে (৭) ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মানিক হোসেন স্থানীয় একটি দৈনিক ও বেসরকারী টিভি চ্যানেলে কর্মরত ছিলেন।
এদিকে মানিক হোসেনের অকাল মৃত্যুতে পরিবার ও তার শুভাকাঙ্খিদের মাঝে শোকের মাতম বইছে। পরিবারের অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মানিকের অকাল মৃত্যু ঘটেছে। পরবর্তীতে মানিককে দ্রুত হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, প্রচন্ড জ্বরে আক্রান্ত হলে মানিক অসুস্থ হয়ে পড়ে। পরবর্তিতে অবস্থার অবনতি দেখা গেলে সাইনবোর্ডস্থ প্রো-এ্যাক্টিভ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর মানিক লিবার সিরোসিস জনিত রোগে আক্রান্ত রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ( নিবিড় পর্যবেক্ষন কেন্দ্র ) আইসিউতে রাখা হয়। আর সেখানে বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।