না.গঞ্জ-৫ আসনে এরশাদ হলেও নৌকা চাই : আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি  ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আওয়ামী লীগের স্বার্থে, দলীয় নেতাকর্মীদের স্বার্থে, যে কোনো  মূল্যে নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকা প্রার্থী চাই। দরকার হলে এখানে এরশাদকে প্রার্থী দিয়ে হলেও নৌকা দেয়া হোক, তারপরও আমরা এখানে আর লাঙ্গল চাই না। রোববার (১৫ জুলাই) বিকেলে বন্দরের ধামগড় এলাকায় বন্দর উপজেলায় আওয়ামী লীগের সদস্য নবায়ণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি উল্লেখিত কথা বলেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সহ সভাপতি আব্দুল কাদির, আরজু ভূইয়া, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল।

আইভী তার বক্তব্যে আরও বলেন, নারায়ণগঞ্জ- ৫ আসনে আওয়ামী লীগ আজ বিলুপ্তির পথে। কারণ  বিগত ১০ বছর ধরে এখানে নৌকা প্রতীকের এমপি নেই। এই ধারাবাহিকতা থাকলে ভবিষ্যতে এ অঞ্চলে আওয়ামী লীগ কখনোই আর ঘুরে দাড়াতে পারবে না। আমাকে নৌকা প্রতীকে এই অঞ্চলের মানুষ বিপুল ভোটে জয়ী করে তাঁরা প্রমাণ করছেন এখানে নৌকা কতটা জনপ্রিয়। আমদের শতো শতো আওয়ামী লীগ নেতাকর্মীরাও দাবি করছেন, এখানে লাঙ্গল নয়, নৌকা চাই। আমরা নেত্রীকে সেটাই বোঝাতে চাই।

বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে এই সদস্য সংগ্রহ কার্যক্রমে আরও উপস্থিত রয়েছেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ধামগড় ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদ, চেয়ারম্যান আব্দুস সালাম প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত