না.গঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর উপজেলার আহবায়ক সালাউদ্দিন খোকা মোল্লাকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। ২৬ নভেম্বর সোমবার রাতে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সালাউদ্দিন খোকা মোল্লা চিঠি পাঠানো হয়।

এ বিষয় সালাউদ্দিন খোকা মোল্লা বলেন, সোমবার রাত ৯ টায় দিকে আমার কাছে মনোনয়নের চিঠি এসেছে এবং আমাকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দিয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ্ সকল প্রশংসা মহান রাব্বুল আল-আমিনের । আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই আমার আজকের এই অবস্থানে পৌঁছানের জন্য। আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আমাকে মনোনয়ন দেওয়ায়।

তিনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নয়। আমরা দেখিয়ে দিতে চাই নারায়ণগঞ্জে নাঙ্গলের বিকল্প নাই।

এছাড়াও তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে না.গঞ্জ-৪ আসনে সকল সর্বস্তরের জনগনের কাছে কৃতজ্ঞ। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন। তিনি লাঙ্গল মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন। নির্বাচনে জয়লাভ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে জাতীয় পার্টির সালাউদ্দিন খোকা মোল্লার মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস আনন্দ ছড়িয়ে পড়ে। মনোনয়ন চূড়ান্ত হওয়ায় কুতুবপুরে তার নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করা হয়।

নারায়ণগঞ্জ-৪ আসনে আসনে আওয়ামীলীগের প্রার্থী একেএম শামীম ওসমান ও বিএনপি প্রার্থী মো. শাহ-আলম নির্বাচনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন সালাউদ্দিন খোকা মোল্লা ।

add-content

আরও খবর

পঠিত