না.গঞ্জ-৪ আসনে চরমোনাই মনোনীত এমপি প্রার্থী শফিকুলের মুক্তি দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জ-৪ আসনে চরমোনাই পীর এর মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুহাম্মাদ শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৯জুন শুক্রবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ ডি.আই.টি চত্বরে এ সমাবেশ করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন জিহাদীর সভাপতিত্বে সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা ও মহানগরের সেক্রেটারি যথাক্রমে মাও. শাহআলম কাঁচপুরী ও মুহা. সুলতান মাহমুদ।

গণমাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের প্রেরিত এক বিৃতিতে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন এবং গত সংসদ নির্বাচনেও তিনি হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন-এর পক্ষে নির্বাচন করে ব্যাপক সাড়া জাগিয়েছিলন। এলাকার মধ্যে তিনি ছিলেন একজন সৎ, ন¤্র-ভদ্র ও নরম মনের মানুষ। গরীবের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা ছিল অতুলনীয়।

আরো বলা হয়, এমতাবস্থায় অবিলম্বে আমাদের প্রার্থীর মুক্তির দাবি করছি। অন্যথায় ইসলামী আন্দোলনসহ এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তখন উদ্ভুত পরিস্থিতির সকল দায়দায়িত্ব প্রশাসনকেই বহন করতে হবে। ইসলামী আন্দোলন শান্তিপ্রিয় আন্দোলনে বিশ্বাসী। তারা কোন বিশৃংখলা বা রাষ্ট্রবিরোধী কোন কার্যকলাপে জড়িত নয়। ইসলাম ও মানবতার জন্য ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন ও কর্মসূচি চলছে। এমতাবস্থায় আমাদের পিছু টেনে ধরতে একদল স্বার্থান্বেসী মহল হিংসাত্মকভাবে এহেন কর্মকা- চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দলের নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি গিয়াসুদ্দিন মুহাম্মাদ খালিদ ও জেলার সভাপতি মাও. মুহা. শফিকুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহা. ইমদাদুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ জুন রাত ১২টায় তার নিজ বাড়ি থেকে মিথ্যা মামলা দেখিয়ে গ্রেফতার করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রার্থীকে ষড়যন্ত্রমূলকভাবে শিবিরের সেক্রেটারি বলে গ্রেফতার করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত