না.গঞ্জ সিটি কর্পোরেশনের ৮৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নতুন করে কোন করারোপ ছাড়াই ও উন্নয়ণ অবকাঠামোকে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অষ্টম বাজেট ঘোষনা করেছেন মেয়র ডা.সেলিনা হয়াৎ আইভী। ২০১৯-২০ অর্থ বছরের জন্য এবারের বাজেট ৮৭০ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭৬ টাকা।

রবিবার ( ১৪ জুলাই ) সকালে নগর ভবন প্রাঙ্গণে ১৭ মিনিট ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন মেয়র। এ সময় বাজেট ঘোষণা অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী ও নাসিকের সিও এএফএম এহতেশামূল হক, প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা প্রমুখ। এছাড়া বাজেট অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, নাসিকের কাউন্সিলর, সাংবাদিক, সাংষ্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বাজেট ঘোষণার পরে প্রতিবারের মতো পরে তিনি জনতার মুখোমুখি সিটি করপোরেশন শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশ্নের জবাব দেন।

তাছাড়া ২০১৯- ২০ অর্থ বছরের বাজেটে জলাবদ্ধতা নিরসনে ২৭ টি ওর্য়াডে ড্রেন নির্মান, রাস্তাঘাট নির্মান ও অবকাঠামোগত উন্নয়নের প্রতি জোর দেওয়া হয়েছে। এছাড়াও বাজেটে বিভিন্ন সেতু নির্মান ও পূণনির্মান, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ, খেলাধুলা, দারিদ্র্য বিমোচন ও যানযট নিরসনের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

এছাড়াও এমজিএসপি, এডিবি, সিজিপিএর প্রকল্পের আওতায় আবকাঠামো নির্মান,পরিবেশ সংরক্ষন ও সিটির খালগুলো পুনঃখননের মাধ্যেমে জালাবদ্ধতা নিরসনের জন্য বরাদ্ধ রাখা হয়েছে বাজেটে।

প্রসঙ্গত, ২০১১ সালের ৩০ অক্টোবর সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার পর ২০১২ সালে প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেছিলেন মেয়র আইভী। ওই বছরের ২৫ জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করেন তিনি। ওই বাজেট ছিল ৩০৭ কোটি টাকার। এরপর ২০১৩-২০১৪ অর্থ বছরে নাসিকের বাজেট ছিল ৪শ ৩ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৩৭৬ টাকা। ২০১৪-২০১৫ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ৪শ ২৪ কোটি ৪ লাখ ৬৯ হাজার ৫১২ টাকা। ২০১৫-২০১৬ অর্থ বছরে বাজেট ছিল ৪শ ৮৮ কোটি ৯০ লাখ ৮৪ হাজার ৬১৭ টাকার। ২০১৬-২০১৭ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৬শ ১ কোটি ২০ লাখ ২৯ হাজার ৭৯১ টাকার। ২০১৬ সালের ২২ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়ার পর নাসিকের ষষ্ঠ বাজেট ঘোষণা করেন মেয়র আইভী। ২০১৭ সালের ২৩ জুলাই ২০১৭-২০১৮ অর্থবছরে ৬৬৩ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৬২৫ টাকা ঘোষণা করেন তিনি। ২০১৮ সালে ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩৭৭ টাকা বাজেট ঘোষণা করা হয়৷

add-content

আরও খবর

পঠিত