নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আবারো আটকে গেলো নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের জন্য ব্যবহৃত লিফট। সোমবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় আকস্মিকভাবে লিফটি আটকে যাওয়ায় আতংকিত হয়ে পড়ে ভিতরে থাকা রোগী ও পাশে থাকা লোকজন। র্দীঘ ১০ মিনিট লিফটটি বন্ধ থাকায় এসময় এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়।
যে প্রতিষ্ঠানে প্রতিদিনই রোগীদের কাছ থেকে লক্ষাধিক টাকার আয় হয়ে থাকে সেখানে কেন সাধারন মানুষের জন্য মৃত্যু ফাঁদ তৈরি করে রেখেছে কতৃপক্ষ? ভুক্তভোগীরা এমন প্রশ্ন রেখে বলেন, অনেক সময় লাইনে দাড়ানোর পড়ে লিফটে উঠতে হয়। এর মধ্যে রোগীকে নিয়ে লিফটে উঠতে গিয়ে যদি মাঝপথে আটকে যেতে হয়। এটা কতটা অস্বস্তিকর তা বলে বুঝানো যাবে না। র্দীঘ ১০ মিনিট লিফটটি বন্ধ থাকার পর সচল করা হয়। এই গরমের মধ্যে এতগুলো মানুষ আতংকে ছিলাম যে আর কিছুক্ষণ ভিতরে থাকলে হয়তো মারাও যেতে পারতাম। ভিতরে থাকা অবস্থায় ধম বন্ধ হয়ে আসছিলো।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আরকেজন ভুক্তভোগী জানায়, কয়েক মাস আগেও একই ধরনের ঘটনা ঘটেছিলো। একাধিকবার একই ধরনের অপ্রিতীকর ঘটনা ঘটার পরও কতৃপক্ষ ভাবলেশহীন। তারা একই লিফট ঠিকঠাক করে পরের দিন থেকে আবারও ব্যবহার করা শুরু করে। কিন্তু স্থায়ী সমাধানের জন্য কোন উদ্যোগ গ্রহন করেনা। এর আগে রোগীর রিপোর্ট এর জন্য টাকা পেমেন্ট করা হলেও অস্বিকার যায় দায়িত্বরত কর্মচারী পরে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তা রের্কড হয়ে যাওয়ায় সে পরবর্তিতে স্বিাকার করে নয়ে এবং টাকা ফেরত দেয়।
এছাড়াও ডাক্তারদের ব্যপারেও ভূক্তভোগিরা বলেন, তাদের দেয়া টেস্ট এখান থেকে না করলে বাইরে থেকে করালে আবার কোন না কোন কারন দেখিয়ে এখান থেকে করার পরামর্শ দেন। তাছাড়াও ভুক্তভোগীদের অনেক অভিযোগ রয়েছে পপুলারের বিরুদ্ধে।
ঘটনার বিষয়ে পপুলারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা সামনর আসতে অনিহা প্রকাশ করে এবং এ ব্যপারে প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। ভুক্তভোগী সহ সাধারণ মানুষের দাবী বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাগন আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে সাধারণ মানুষ সঠিক সেবা পাবেন।