নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাসের কারণে ঈদ-উল ফিতরের মতোই ঈদ-উল আযহাতেও নারায়ণগঞ্জের কোনো ময়দান বা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। এ পরিপ্রেক্ষিতে জেলার প্রতিটি মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ঈদের একাধিক জামাতের ব্যবস্থা করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সর্বশেষ জরিপ অনুযায়ী নারায়ণগঞ্জে মোট ৪১ শত মসজিদ রয়েছে। এসব মসজিদের প্রত্যেকটিতে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সব মিলিয়ে এবার ঈদ-উল আযহায় জেলায় প্রায় সাড়ে ৮ হাজার জামাত অনুষ্ঠিত হবে।
১ আগস্ট শনিবার সকাল ৭টায় মাসদাইরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে দ্বিতীয় জামাত ৮টায় ও তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে। জামাতে জায়নামাজ ব্যতীত অন্য কিছু নিয়ে যেতে মুসল্লিদের নিষেধ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ-পরিচালক মুহা. জাকির হোসাইন জানান, আমরা সবাইকে জানিয়ে দিয়েছি করোনা পরিস্থিতির কারণে উন্মুক্ত স্থানে নামাজ হবে না, বাসা থেকে সবাই ওজু করে আসবেন, বাচ্চারা-বয়স্করা জামাতে আসবেন না, কার্পেট বিছানো যাবে না, সবাই জায়নামাজ নিয়ে আসবেন।