না.গঞ্জে স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে যুবলীগ নেতা ও ডিশ ব্যবসায়ীর হুমকী

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ বন্দরে য্বুলীগ নেতা কাজী জহির ও ডিশ ব্যবসায়ী শ্যামলের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার চাকুরী খেয়ে ফেলা সহ অস্তিত্ব বিলিন করে দেয়ার হুমকীর অভিযোগ উঠেছে। শনিবার ২ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে শিশুবাগ বিদ্যালয় প্রাঙ্গনেই এ ঘটনা ঘটে। এরপর থেকে ভুক্তভোগী বিদ্যালয়ের পিন্সিপাল রোখসানারা নিরাপত্তাহীনতা সহ আতংকে আছে বলে জানিয়েছে।

বন্দর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জহিরের হাতে লাঞ্ছিত ঘটনার বিষয় জানতে চাইলে বন্দর শিশুবাগ বিদ্যালয়ের পিন্সিপাল রোখসানারা বলেন, বন্দরের অনেক সুনামধন্য ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিসেবে সকলের কাছে পরিচিত বন্দর শিশুবাগ বিদ্যালয়। কিন্তু দীর্ঘদিন নির্বাচন না হওয়ার কারনে অ্যাডহক কমিটি চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করি। এই স্মারকলিপি দেয়ার জের ধরেই তারা আমাকে একের পর এক হুমকি দিচ্ছে। আমি খুব আতংকের মধ্যে আছি, আমি যেখানেই যাই তারা আমাকে চোঁখে চোঁখে রাখে এবং কোথায় যাই কার সাথে কথা বলি সব কিছু অনুসরন করছে।

তিনি বলেন, স্কুল কমিটির নির্বাচন হবে কি না এটা তাদের বিষয় কিন্তু আমাকে তারা প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। স্কুলের যাই কিছু করবো তাদের অনুমতি ছাড়া কোন কাজ করতে পারবো না। কাজী জহির গংদের অনুমতি ছাড়া যদি কিছু করি তাহলে তারা আমার চাকুরী খেয়ে ফেলবে আমাকে হুমকি প্রদান করে, এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোখসানারা।

তিনি আরো বলেন, আজকে আমি বেতন নিবো। ওইসময় স্কুলের ভিতরে অফিসে এসে কাজী জহির, শ্যামল আমার সাথে উত্তেজিত হয়ে মারমুখী আচারণ করে এবং অশ্লীল ভাষা ব্যবহার করে। এরআগেও ৩১ অক্টোবর বুধবার রাত ৮ টায় সিরাজউদৌলা মাঠে মেলা চলাকালীন সময় জনসম্মুখে উত্তেজিতভাবে আমার অস্তিত্ব শেষ করে দিবে বলে হুমকি দেয়। এবং বলে আমি যদি এবার স্কুলে যাই তাহলে বুঝবি কি করতে পারি। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমার তো সম্মান আছে তাদের এমন অশালীন আচরণে ও হুমকিতে আমি আতংকে আছি।

এবিষয় অস্বিকার করে বন্দর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহির বলেন, পিন্সিপাল রোখসানারাকে আমি কেন হুমকি দিবো, আপনাদের কাছে যে অভিযোগটি করেছে তা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন। মামলা চলাকালীন সময় এ্যাডহক কমিটি চেয়ে ইউএনওর কাছে আবেদন করেছে এবং সেই রিসিভ কপি কোর্ডে জমা দিয়েছে এ বিষয় টি জানতে আমরা স্কুলে গিয়েছি।

বন্দর শিশুবাগ বিদ্যালয়ের পিন্সিপাল রোখসানারাকে হুমকির বিষয় জানতে চেয়ে ডিস লাইন ব্যবসায়ী শ্যামলকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

বন্দর শিশুবাগ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কুতুব উদ্দিন খানের সাথে যোগযোগ করলে তিনি বলেন, কাজী জহির তারা অবৈধভাবে কমিটি পরিচালনা করতে চায় যা অন্যায়। আর এ কমিটির মেয়াদ গত মাসের ১৫ তারিখ এ মেয়াদ শেষ হয়েছে। যার জন্য পিন্সিপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে এ্যাডহক কমিটির চেয়েছে এজন্য তার উপর চড়াও হন। আগামীকাল সকাল ১০ টায় আমরা এ বিষয়টি নিয়ে স্কুলে বসবো।

add-content

আরও খবর

পঠিত