নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী মো.মাহমুদুল হাসান ওরফে রানা (৩২) ও মো. জাহিদ হাসান (৪২) কে গ্রেফতার করেছে র্যাব-১১ দল। ২১ অক্টোবর দিবাগত রাতে রূপগঞ্জ থানাধীন বরপা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত হতে ২৫ বোতল ফেনসিডিল, ১৪ বোতল বিদেশী মদ ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানাধীন ভূলতা এলাকার মৃত আবুল হাসেম এর ছেলে মো.মাহমুদুল হাসান ওরফে রানা অপর আসামী শরিয়তপুর জেলার গুসাইরহাট থানাধীন বড় কাছনা এলাকার আ: মান্নান এর ছেলে মো. জাহিদ হাসান।
২২ অক্টোবর রাতে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম গন্যমাধ্যমে এক বিবৃতে জানান, গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিল ও বিদেশী মদ ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা এবং দীর্ঘদিন যাবৎ গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে মাদক ব্যবসা করে আসছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।