না.গঞ্জে প্রথম করোনার টিকা নিলেন জেলা সিভিল সার্জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে প্রথম করোনা ভাইরাসের টিকা নিলেন জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ। আজ ৭ ফেব্রুয়ারি রবিবার সকালে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে তিনি নিজে টিকা গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর পর থেকেই জেলার ৬টি কেন্দ্রে ২৪টি বুথে টিকাদন কার্যক্রম শুরু হয়।

টিকা গ্রহণ শেষে সিভিল সার্জন ইমতিয়াজ বলেন, নারায়ণগঞ্জের স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে আমি নিজেই টিকা গ্রহণ করে এই কার্যক্রম শুরু করলাম। টিকা গ্রহণ করে আল্লাহর রহমতে আমি এখনো সুস্থ আছি, কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। আমি নারায়ণগঞ্জবাসীকে আহবান জানাবো যে আপনারা রেজিস্ট্রেশন করুন এবং টিকা গ্রহণ করুন। করোনা ভাইরাস প্রতিরোধে এই টিকা কার্যকর ভূমিকা রাখবে।

এদিকে, সারা দেশের মত নারায়ণগঞ্জ জেলায় দুটি সরকারী হাসপাতাল সহ ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন টিকা প্রদান শুরু হয়েছে।

তিনি আরো বলেন , আজ জেলায় দুটি সরকারি হাসপাতাল সহ ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ জন কে করোনা ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি গ্রহন করেছেন। এ পর্যন্ত জেলায় পনের শত ষাট (১৫৬০) জন অনলাইনের মাধ্যমে করোনা ভ্যাকসিন গ্রহনের জন নিবন্ধন করেছেন। অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জে নিবন্ধনের সংখ্যা তুলনামূলক কম। তিনি সবাইকে নিবন্ধন করার আহবান জানিয়ে নির্ভয়ে করোনা টিকা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।

করোনা ভ্যাকসিন টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আবুল আমিন, নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামানসহ নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এবং করোনার ফোকাল পার্সন ডা: জাহিদুল ইসলামসহ নারায়ণগঞ্জ স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত