না.গঞ্জে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা শিক্ষাপ্রতিষ্ঠান, মণ্ডপ ও মন্দিরে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা।

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করেছে। নারায়ণগঞ্জ শহরে মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে, পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।

শহরের সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্টানে সরস্বতী পূজার আয়োজন করেছে। এখানে সকালে প্রতিমা স্থাপনের পর পূজা শেষে ইতিমধ্যে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়েছে। দুপুরে প্রসাদ বিতরণের পর সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি এবং রাতে আলোকসজ্জার আয়োজন করা হবে। রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপেও অনুরূপ অনুষ্ঠানমালা থাকছে।

add-content

আরও খবর

পঠিত