নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ৩১ আগস্ট শুক্রবার সকাল ৮টা থেকে ১লা আগস্ট শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে করোনা রোগী শনাক্ত আরো ১৭ জন। জেলায় নতুন করে আর কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি । এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯১৫ জন। জেলায় নতুন কোন সুস্থ নেই। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৫৫১ জন। ১লা আগস্ট শনিবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রে আরো জানায়, জেলায় এই পর্যন্ত মোট ৩২ হাজার ১৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে বন্দর উপজেলায় ১ জন, নারায়ণগঞ্জ সিটি (এনসিসি) এলাকায় ৯ জন, রুপগঞ্জ উপজেলায় ৪ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১ জন এবং সোনারগাঁ উপজেলায় আরও ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । তবে গত ২৪ ঘন্টায় নতুন করে আড়াইহাজার উপজেলায় নমুনা সংগ্রহ হয়নি ।
এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩, সোনারগাঁও উপজেলায় ১৯ জন। পুরো জেলায় ১২৬ জন।