না.গঞ্জে ডিবির অভিযানে ভুয়া সিল, পাসর্পোটসহ ৭ দালাল গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে ভুয়া সিল, পাসপোর্ট, কম্পিউটার, লেপটপ, নগদ অর্থসহ দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ । ২৫ আগস্ট মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানাধীণ জালকুড়ি এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি পাসপোর্ট, ৭৭ হাজার টাকা, ২টি সিল, ২টি ল্যাপটপ, ২টি মনিটর ও প্রিন্টার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, আল আমিন, মাসুদুর রহমান, আনিছুর জাামান, মিলন মিয়া, রিয়াদ হোসেন, মেহেদি হাসান ও আফতাউল ইসলাম। তারা জেলার বিভিন্নস্থানের বাসিন্দা। একইদিন বিকাল সাড়ে ৫টায় জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদ আলম পারভেজ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি অফিসার খোকনের নেতৃত্বে জালকুড়ি পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালায় ডিবি। এসময় সাত দালালকে আটক করা হলে তাদের দেয়া তথ্যমতে কয়েকটি দোকান ঘরে অভিযান চালিয়ে ভুয়া সিল, ৫টি পাসপোর্ট, ২টি ল্যাপটপ, ৭৭ হাজার টাকা সহ তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবত পোসপোর্টদারীদের জিম্মি করে অর্থ আদায় করে প্রতারণা করছে। এছাড়াও তাদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

add-content

আরও খবর

পঠিত