না.গঞ্জে ছাগল লুট করার সময় পুলিশের ধাওয়া ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ওই সময় ডাকাত দল অস্ত্রের মুখে বাস চালককে জিম্মি করে ২৭টি ছাগল লুট করার সময় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ধাওয়া করে ৩ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২৭ জানুয়ারি বুধবার ভোরে বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, ডাকাত মো: সুমন (৩২) রূপগঞ্জ উপজেলার সাং ভাউলিয়া পাড়া  গ্রামের মো. আবু সাঈদের ছেলে অপর ডাকাত  মো. আলম ( ৩৫) মাাদারিপুর শিবচর থানার কাঠাল চর এলাকার নুরুল হকের ছেলে বর্তমান হীরাজিল আতাহার আলীর ভাাড়াটিয়া ও মো. রাসেল (৩০) কুমিল্লা দাউদকান্দি থানার দৌলতপুর গ্রামের মো. আব্দুস ছাত্তারের ছেলে। এ ব্যাপারে টিএম পরিবহনের সুপাইভাইজার বাসেদ মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান গনমাধ্যমকে জানান, ঢাকা থেকে টিএম পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-৭৪৭৬) একটি যাত্রীবাহী বাসের বক্সে করে ২৭টি ছাগল নিয়ে  রংপুর  থেকে  চট্টগ্রামের উদ্দেশ্যে রৌওনা হয়। বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসষ্ট্যান্ড পৌঁছালে ১ জন মহিলা ও ৪ জন পুরুষ যাত্রী  চট্টগ্রাম যাওয়ার কথা বলে বাসে উঠে। পরে বাসটি বন্দর উপজেলার লাঙ্গলবন্দ নামক স্থানে  পৌঁছালে চালক ও সুপারভাইজারকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে সংঘবদ্ধ ডাকাতদল বাসের বক্সে থাকা ২৭ টি ছাগল নামাতে থাকে। এ সময় কাঁচপুর হাইওয়ে থানার টহল পুলিশের উপস্থিতি দেখে ডাকাতদল ১০ টি ছাগল নিয়ে দ্রæত গ্রামের দিকে পালাতে থাকে। এরপর  এএসআই রুবেল  শেখ ডাকাতদের  ধাওয়া করে ৭ টি ছাগল উদ্ধার করে। ডাকাতদল বাকি ৩ টি ছাগল নিয়ে দ্রæত পালিয়ে যায়। ওই মুহুর্তে  বন্দর থানাধীন কামতাল তদন্ত কেন্দ্রের টহল ডিউটি পুলিশকে অবগত করলে এসআই আবুল কাশেম ডাকাতদের ধাওয়া করে হালুয়াপাড়া  গ্রামের ভেতর থেকে ৩ জন ডাকাত আটক করে এবং বাকি ২টি ছাগল উদ্ধার করেন। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত ডাকাতরা থানা হাজতে আটক আছে বলে থানা সূত্রে জানা গেছে।

add-content

আরও খবর

পঠিত