নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে বিভিন্ন রুটে হঠাৎ করেই বেড়েছে যৌন হয়রানি। গণপরিবহনে চলন্ত অবস্থায় যৌন হয়রানী কিংবা ধর্ষণের চেষ্টায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। তবে কয়েকমাস ধরেই এসব থেকে রক্ষা পাচ্ছেনা নারী যাত্রীরা। আর এবার বন্ধু পরিবহনে এক নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। সোমবার (১৭ জুন) নারায়ণগঞ্জ চাষাড়া থেকে চিটাগাং রোড যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিওটিও ইতমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, চলন্ত বাসে এক যুবক তার সামনের সিটে বসে থাকা নারীর স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টা করে। তখন মেয়েটি লজ্জায় প্রতিবাদ করতে পারছিল না। একপর্যায়ে নারী যাত্রীকে খুব বিরক্ত হয়েই সামনে একটি স্ট্যান্ডে নেমে যেতে দেখা যায়।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করলে একজন লিখেছেন, নারায়ণগঞ্জ চাষাড়া থেকে চিটাগাং রোড যাওয়ার সময় বন্ধু পরিবহনে নারীকে যৌন হয়রানির চেষ্টা চালায় এক যুবক। এদের জন্য আজ পুরুষ জাতিকে বকা দেয়। আজ অন্য কেউ করছে কাল আমার মা বোনকে করতে পারে, আপনার মা বোনকে করতে পারে। তাই ওর বিচার চাই। তাকে সরকারি আইনের আওতায় আনা হোক
এদিকে সোনারগাঁয়ে বাসে এক তরুণীকে ধর্ষণচেষ্টা মামলায় শুক্রবার (১৪ জুন) বিকেলে স্বদেশ পরিবহনের হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণী ঈদের ছুটি শেষে গত সোমবার (১০ জুন) কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসেন। সেখান থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে স্বদেশ পরিবহনের ওই বাসে উঠেন। মোগরাপাড়া চৌরস্তায় সব যাত্রী নেমে যান। ওই তরুণীও তাদের সঙ্গে নামতে চাইলে চালক শামীম ও হেলপার নিরব তাকে মেঘনা ঘাট নামিয়ে দেয়ার কথা বলে আষাঢ়িয়ার চরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
গত ৮ এপ্রিল (সোমবার)সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী সন্ধ্যার দিকে প্রাইভেট পড়া শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক থেকে শিমরাইল মোড় যাওয়ার জন্য রজনীগন্ধা পরিবহনের একটি বাসে ওঠে। বাসটি মহাসড়কের শিমরাইল ইউটার্ন (ডাচ্-বাংলা ব্যাংক) এলাকায় পৌঁছালে সব যাত্রী নেমে যায়। পরে বাসটি চলা শুরু করলে ওই ছাত্রী শিমরাইল মোড়ের ফুটওভার ব্রিজে নামার কথা বলে হেলপারকে। কিন্তু ছাত্রীকে না নামিয়ে বাসটি চলতে থাকে। এ সময় ছাত্রী নামতে চাইলে বাসের হেলপার সোলেমান (২২) জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) আব্দুল্লাহ আল মামুন বলেন, আসলে এ বিষয়টি সারাবাংলাদেশেই বৃদ্ধি পেয়েছে। আমরা এ ধরণের অপরাধীদের মামলা দিচ্ছি গ্রেফতারও করেছি। নারায়ণগঞ্জের বিভিন্ন রুটে গনপরিবহনে এসব প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বাস মালিক, চালক ও হেল্পার সহ যাত্রীদের সচেতনের লক্ষে সামনে কোন ব্যবস্থা গ্রহণ করবেন কিনা?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন কর্মসূচী পালনের সময় আমরা করে থাকি। তবে সামনে আরো জোড়ালোভাবে সচেতনায় কিছু করা যায় কিনা দেখব। তবে এসব ব্যপারে নারী যাত্রীদেরও আরো সচেতন হওয়ার পরার্মশ দেন তিনি।