নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে খাবারের হোটেল, ফার্মেসি ও কয়েল কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১৮ জানুয়ারি সোমবার নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ, চিটাগাংরোড, সোনারগাঁ মিষ্টান্ন ভান্ডার সহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এ সময় উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় চাঁদপুর মেডিকেল হলকে ২০ হাজার, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করায় হিরাঝিল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার, রাজধানী হোটেলকে ২০ হাজার, সোনারগাঁ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার এবং অনুমোদন ছাড়া কয়েল উৎপাদন করায় এম কে এন্টারপ্রাইজ নামে কয়েল কারখানাকে ৩০ হাজার টাকা করা হয়। পাঁচ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে ।