না.গঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, শনাক্ত ক‌মে ১৫ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি ৬৫ বছরের একজন পুরুষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর গলাচিপা এলাকার বাসিন্দা। এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা কমে হয়েছেন ১৫ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৭৫ জন। জেলায় আক্রান্তের অধিকাংশ সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়ে ফিরেছেন ৫ হাজার ৪৭ জন। ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রে আরো জানা যায়, এই পর্যন্ত জেলায় মোট ২৯ হাজার ৩৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮৩ জনের। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজারে ১০, বন্দরে ১৩, সিটি কর্পোরেশনে (খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সহ) ৭৮, রুপগঞ্জে ৩০, সদরে ৩৯, সোনারগাঁয়ে ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়।

জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ৪৭ জন। তারমধ্যে আড়াইহাজার উপজেলায় ৪৭৯, বন্দর উপজেলায় ১৭৮, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৭৬১, রূপগঞ্জ উপজেলায় ৮০৬, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১৮৬ ও সোনারগাঁও উপজেলায় ৪৩৭ জন। পুরো জেলায় ৫০৪৭জন।

এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২২, সোনারগাঁও উপজেলায় ১৬ জন। পুরো জেলায় ১২২জন।

add-content

আরও খবর

পঠিত