নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই ব্যাক্তি পুরুষ। একজন (৬৫) সদর উপজেলার সৈয়দপুরের বাসিন্দা এবং অন্যজন (৬৫) নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার বাসিন্দা। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা মোট ১৩০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১১৩ জন। এ সময়ে সুস্থতার সংখ্যা শূন্য। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬৯৮ জন। ১৪ আগস্ট শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রটি জানায়, ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৪ আগস্ট শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৪৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ১৫ জন, বন্দর উপজেলায় ৯ জন, রূপগঞ্জ উপজেলায় ইউএস বাংলা বেসরকারী ল্যাব সহ ২৮৫ জনের, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ৩০০ শয্যা হাসপাতালের পিসিবার ল্যাব সহ ৮৩ জন সদর এলাকায় ৪৩ জন এবং সোনারগাঁ উপজেলায় ১৪ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩৪ হাজার ৫৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৯, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩, সোনারগাঁও উপজেলায় ২১ জন। মোট মৃত্যু ১৩০ জন।