নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সপ্তম দিনে ১০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে সসাধারণ শিক্ষা বোডের্র ৯০ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের ৭ জন, কারিগরি শিক্ষা বোর্ডের ১১ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সোমবার (১১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের শিক্ষা ও আইসিটি শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে ।
প্রাপ্ত তথ্যমতে, সপ্তম দিনে এসএসসি পরীক্ষায় ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, মাদরাসার ইংরেজি ২য় পত্র এবং কারিগরির রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, মাধ্যমিক স্কুল সাটর্ফিকেট পরীক্ষা (এসএসসি),কারিগরি ও দাখিল পরীক্ষায় মোট উপস্থিত ছিল ৩০ হাজার ৪০২ জন এবং মোট অনুপস্থিত ছিল ১০৮ জন পরীক্ষার্থী । এর মধ্যে এস এস সি পরীক্ষায় উপস্থিত ছিল ২৬ হাজার ৭শত ৬৬ জন ও অনুপস্থিত ছিল ৯০ জন, দাখিল পরীক্ষায় উপস্থিত ছিল ২ হাজার ৪৬৩ জন ও অনুপস্থিত ছিল ৭ জন এবং কারিগরি পরীক্ষায় উপস্থিত ১ হাজার ১৭৩ ও অনুপস্থিত ছিল ১১জন পরীক্ষার্থী।
উল্লেখ্য, এবার নারায়ণগঞ্জ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪০টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ১শত ৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৩০ হাজার ১শত ৭৭ জন, দাখিলে ২ হাজার ৬শত ৮১ জন এবং ভোকেশনালে ১ হাজার ২শত ৪৭ জন পরীক্ষার্থী ।