না.গঞ্জে এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৫৫ পরীক্ষার্থী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে এইচএসসি  ও  সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার (২ এপ্রিল) অনুপস্থিত ছিলো ১৫৫ জন পরীক্ষার্থী। এ দিনে এইচএসসি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার বিষয়সূচী ছিল, বাংলা ২য় পত্র (আবশ্যিক), হাদিস ও উসূলুল হাদিস।

জেলা শিক্ষা শাখার তথ্য অনুসারে, দ্বিতীয় দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপস্থিত ছিল ১৮ হাজার ৭শ  ৪২ এবং অনুপস্থিত ছিল ১শ৫৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে এইচএসসি বোর্ডে ১৭ হাজার ৮শ ৬৭জন ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮শ ৭৫ উপস্থিত ছিলো। এছাড়া এইচএসসি বোর্ডে ১৫৪ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১জন শিক্ষার্র্থী অনুপস্থিত ছিলো। আজ মঙ্গলবার কারিগরি শিক্ষাবোর্ডের কোনো পরীক্ষা ছিলো না।

উল্লেখ্য, এবার নারায়ণগঞ্জ জেলা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায়  ২৩ হাজার ৯শ ১৮ জনের কথা থাকলেও এ বছর মোট ১৯ হাজার ৩ শ ৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে এইচ.এস.সি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ২৯ জন, মাদ্রাসা ও আলীম বিভাগ হতে ৮শ ৯১  জন পরীক্ষার্থী এবং এইচ.এস.সি (ভোকেশনাল/বিএম) ৪শ ৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

add-content

আরও খবর

পঠিত