না.গঞ্জে ঈদের আগেই হাটে হঠাৎ গরু শূন্য, হাটে ক্রেতাদের সমাগম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান )  : নারায়ণগঞ্জ শহরের সকল পশুরহাটগুলোতে ঈদের ১ দিন আগেই হঠাৎ করেই কোরবানির গরুর সংকট দেখা দিয়েছে। ৩১ জুলাই শুক্রবার ভোরেও প্রতিটি হাটেই ছিলো ক্রেতাদের সমাগম। কিন্তু ছিলো না বিক্রির জন্য কোনো গরু। কয়েকটি গরু হাটে বাঁধা থাকলেও সেগুলো অনেক আগেই বিক্রি হয়ে গেছে বলে জানালেন ব্যাপারীরা।

জানা যায়, নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাটগুলোতে ৩০ জুলাই বৃহস্পতিবার জমজমাট পশুর বিক্রি হওয়ায় হঠাৎ করেই কোরবানির হাটগুলোতে পশু শূন্য হয়ে পড়ে।

এদিকে, রাতভর ফতুল্লার ডিআইটি মাঠের হাট, সৈয়দপুর কয়লাঘাট, দুই নম্বর ঢাকেশ্বরী, জালকুড়ি, চিত্তরঞ্জন, আলীগঞ্জ, সিদ্ধিরঞ্জ ছয় নম্বরসহ বিভিন্ন হাটে ঘুরে দেখা গেছে শত শত ক্রেতার। তবে, কোনো হাটেই পর্যাপ্ত পশুর দেখা মেলেনি। দুই-একটি হাটে গরু থাকলেও ছোট গরুর দাম হাঁকানো হচ্ছে লাখ টাকার ওপরে। ক্রেতারা অনেকে তাও কিনে নিয়ে যাচ্ছেন। তবে, বেশির ভাগ ক্রেতাই ঢাকামুখী রওয়ানা দিয়েছেন বলে জানা গেছে।

ফতুল্লা পশুর হাটের এক ব্যাপারী জানান, বৃহস্পতিবার গরু বেচাকেনা শুরু হয় দুপুরের পর। সন্ধ্যার মধ্যেই আমরা সব গরু বিক্রি শেষ করে ফেলেছি। এবারের মতো লাভে গরু কখনো বিক্রি করিনি।

পশুর হাটে গরু না পেয়ে এক ক্রেতা জানান, আমি নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় থাকি। রাত ৮টার পরই পরিচিতজনদের কাছে শুনতে পাই হাটে নাকি কেনার জন্য কোনো গরু পাওয়া যাচ্ছে না। শুক্রবার আমার গরু কেনার কথা। রাতেই খবরটা শোনার সঙ্গে সঙ্গে ফতুল্লা, কয়লাঘাট, জালকুড়ি, সাইনবোর্ড হাটে যাই। কিন্তু হাট ঘুরে কোথাও গরু পাইনি।

add-content

আরও খবর

পঠিত