না.গঞ্জে অপহরণের কয়েক ঘন্টার পর ৪৫ হাজার টাকায় মিলল স্কুল ছাত্র

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দরে ৪৫ হাজার টাকা মুক্তিপণ নিয়ে স্কুল ছাত্র জিসান আহম্মেদকে (১৬) ফিরিয়ে দিল অপহরণকারীরা। ১৪ই ফেব্রুয়ারি রবিবার বন্দরের তিনগাও এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে স্কুল ছাত্রের মা কাজল বাদী হয়ে ঘটনার দিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে প্রকাশ, বন্দরের তিনগাও বালুর মাঠ এলাকার ইমন মিয়ার ছেলে এমবি এ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র জিসান আহম্মেদ চুল কাটার জন্য বাড়ি থেকে বের হয়। ১৪ই ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় চুল কাটার জন্য বের হয়। দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকায় পরিবারের লোকজন খুজাখুজি শুরু করে। হঠাৎ বাদীনীর মোবাইল ০১৯৩৯০৩৬০১৪ নাম্বারে ফোন আসে অজ্ঞাত ০১৮৩৩০৫৩০৭৩ নাম্বার থেকে। বলে মা এ নাম্বারে ৫০ হাজার টাকা পাঠান না হয় আমাকে ওরা ক্ষতি করে ফেলবে। কোন উপায় না পেয়ে ছেলের জন্য প্রথম ধাপে ২৫ হাজার টাকা বিকাশ করে। পরে আবার ফোন দিয়ে বলে বাকি টাকা না দিলে তোর ছেলেকে আর পাবি না বলে হুমকি দেয়। বিকালে পুনরায় আরো ২০ হাজার টাকা বিকাশ করে। মোট ৪৫ হাজার টাকা মুক্তিপণ নিয়ে স্কুল ছাত্র জিসান আহম্মেদকে ফিরে পায় পরিবারের লোকজন। নাম্বারটি নিয়ে পুলিশ কাজ করছে বলে থানা সূত্রে জানা গেছে।

add-content

আরও খবর

পঠিত