নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্ধুত্ব ও মানবিকতার সংগঠন নারায়ণগঞ্জ ৯৯ এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার গুণীজন সম্মাননা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের কৃতি সন্তান, গীতিকার, সুরকার ও শিল্পী, সাদা সাদা কালা কালা গানের রচয়িতা ও সুর স্রষ্টা হাশিম মাহমুদকে সম্মাননা জানানো হয়।
২৫ জুলাই সোমবার রাত ৯ টায় হাশিম মাহমুদের বাসভবনে গিয়ে নারায়ণগঞ্জ ৯৯ এর এডমিন প্যানেল সহ কয়েকজন তাঁকে সম্মাননা ক্রেস্ট ও নগদ সম্মানী প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন হাশিম মাহমুদ এর বোন, প্রাক্তন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মহিলা কাউন্সিলর দিলারা জামান ময়না ও তার মা এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় হাশিম মাহমুদ নারায়ণগঞ্জ ৯৯ গ্রুপের সকলকে নিয়ে তার বিখ্যাত গান সাদা সাদা কালা কালা গানটি খালি গলায় গেয়ে শোনান।