নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদাতা ) : নারায়ণগঞ্জে এবার প্যারিস বাগেটের চকলেটের ভিতর দেখা মিলল পোকা। প্যারিস বাগেট নামে বাইরে অন্যতম সুন্দর তবে ভিতর দিয়ে সদর ঘাট। পূর্বে থেকেই খাবার মান নিয়ে সমালোচনা ঝড় প্যারিস বাগেট।
এছাড়া পূর্বে প্যারিস বাগেটেন ভেজাল খাদ্যের কারণে ভোক্তা আইনে গুণতে হয়েছে তাদের জরিমানা। তাদের একটি শাখার থাকার পরও তারা আরেকটি শাখা চালু করেছে। কিন্তু প্যারিস বাগেট ক্রেতাদের সরলতার সুযোগ নিয়ে যখন তখনই এই প্যারিস বাগেট প্রতারণা করছে বলে অভিযোগ রয়েছে। ক্রেতাদের আবার কখনো প্যারিস বাগেটের ভেজাল বানানো কেকে মেশানো রঙে হাত রঙিন হয়ে যাচ্ছে। আবার তাদের নিম্ন মানের খাবার বিক্রি করে। এবার আবারো এই প্যারিস বাগেটের চকলেটে পোকা পাওয়ার অভিযোগ পাওয়া যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম নারায়ণগঞ্জস্থান ফেইসবুক গ্রুপে সানি নামে একজন ক্রেতা অভিযোগ করে বলেন , প্যারিস বাগেট থেকে ৩ শত টাকায় এক বাক্স চকলেট কিনেন বন্ধুর জন্মদিনে উপহার দিতে। কিন্তু সেই চকলেটে ভিতর দেখা মিলল পোকা। কিন্তু তিনি কেনার সময় বিক্রেতা কে বারবার জিজ্ঞেস করেছিলেন চকলেটটি ভালো হবে কিনা। বিক্রেতা ক্রেতাকে আশ্বস্ত করে বললেন চকলেট টি ভালো হবে।
নগরবাসীদের মতে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে নারায়ণগঞ্জের ভালো ব্যান্ডের নামি দামি এসব দোকানগুলো ক্রেতাদের সাথে প্রতারণা করার সুযোগ পাচ্ছে। খাদ্যের গুণগত মান সঠিক রাখার জন্য এবং ক্রেতারা যেন প্রতারিত না হয়, সে দিকে নিয়মিত ভোক্তা অধিকান সংরক্ষণ অধিদপ্তরের অভিযান জরুরী। আর প্রতারণার জন্য ভোক্তা আইনে কঠোর শাস্তি প্রয়োগ করা খুবই জরুরী।
এখন জনসাধারণের প্রশ্ন হচ্ছে, মানুষ কি সময় ভেজাল খাদ্য গ্রহন করবে?? আর প্যারিস বাগেটের চকলেটের ভিতর ভালো খাদ্য কি পোকা?? প্যারিস বাগেট প্রতিনিয়ন ক্রেতাদের সরলতার সুযোগ নিয়ে সব সময় জনসাধারণ কে এমন প্রতারণা করে তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। নগরীতে প্রতারণা দেখার মত নাই কি কেউ??
প্রসঙ্গত, নারায়ণগঞ্জে প্রতিনিয়ন খাদ্যে ভেজাল, বিভিন্ন কেকের দোকান, বেকারি ও রেস্টুরেন্টগুলো এমন প্রতারণা ক্রেতাদের সাথে সব সময় করে যাচ্ছে। এর পূর্বে সুমাইয়া, বৈশাখিতে খাদ্যে ভেজাল এবং সুগন্ধা প্লাসের স্যুপে তেলাপোকা, পরোটাই সুতা, সুগন্ধা বেকারির পণ্যে ওজন পরিমানে কম দেয়া, সুগন্ধা বেকারিতে কেকের মধ্যে মাছি পাওয়ার ঘটনাগুলো ছিলো অন্যতম।