না.গঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন মোস্তাইন বিল্লাহ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বরগুনা জেলার সদ্য বিদায়ী ডিসি  মো. মোস্তাইন বিল্লাহ । ৪ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় সদ্য বিদায়ী জেলা প্রশাসক জসিম উদ্দিন তাকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে দেন। একই সঙ্গে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে মো. জসিম উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয় এবং সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিশেষে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদানের পর তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস এর এর মাধ্যমে মন্তব্য পেশ করেন সেটি সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর পাঠকদের জন্য নিচে হুবাহু তুলে ধরা হলো : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করলাম। সবার দোয়া ও সহযোগিতা চাই।প্রসঙ্গত, জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ ২১তম বিসিএস কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ২৩ জুন বরগুনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন । বরগুনার জেলা প্রশাসক হওয়ার আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক ছিলেন। মোস্তাইন বিল্লাহ মাগুরার শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর ছেলে।

এদিকে এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রক্ষাপনে এ বদলির আদেশ দেয়া হয়। অপর এক আদেশে মোস্তাইন বিল্লাহ কে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়।

উল্লেখ্য, সদ্য বদলি হওয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন ২০তম বিসিএস কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ২৩ জুন তিনি নারায়ণগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তাকে বদলি করে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব পদে নিযুক্ত করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত