না.গঞ্জবাসী জানে কীভাবে মূল্যায়ণ করতে হয় : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, আশা করি আপনারা কারো ব্যক্তিগত বক্তব্যের কারণে নারায়ণগঞ্জবাসীকে ভুল বুঝবেননা। নারায়ণগঞ্জবাসী জানে কীভাবে মানুষকে সম্মান করতে হয়, নারায়ণগঞ্জবাসী জানে কীভাবে মানুষকে মূল্যায়ণ করতে হয়। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে নগরীর সমবায় ভবনের বিকেএমইএ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) একাংশের গঠিত জেলা কমিটির ইফতার মাহফিল ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার পক্ষের শক্তির চিকিৎসকদের সংগঠিত করতেই স্বচিপ সংগঠনটি কেন্দ্রীয়ভাবে করা হয়েছে। শুধুমাত্র নিজেদের পেশার স্বার্থে নয়, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যেই এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে।

শামীম ওসমান বলেন, চিকিৎসাসেবার চেয়ে বড় মানবতার সেবা আর হতে পারে না। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। আর সোনার মানুষের তালিকার প্রথমেই রয়েছেন চিকিৎসকরা। সমাজের প্রতি তাদের দ্বায়িত্বের পাশাপাশি দায়বদ্ধতাও রয়েছে।

স্বাচিপের জেলা কমিটির সভাপতি ডা. চেীধুরি ইকবাল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. অনূপ কুমার, যুগ্ন-সম্পাদক আবু জাফর আহম্মেদ বিরু, জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ, ৩শ শয্যা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আবু জাহের, স্বাচিপের জেলা কমিটির সহ-সভাপতি ডা. দেবাশীষ সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল এবং মহানগর আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক শাহ্ নিজাম প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত