নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ক্রিড়া প্রতিবেদক ): ৩০ জুন বৃহস্পতিবার ওসমানী পৌর স্টেডিয়ামে ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নেমেছে নাসিম ওসমান স্মৃতি অনুর্ধ-১২ ও ১৪ ফুটবল টুর্নামেন্ট। ১৬ দিনে অনুষ্ঠিত হয়েছে ৫৮টি খেলা। অনুর্ধ-১২’র ফাইনালে বঙ্গবীর সংসদ ২-০ গোলে জিকেএসপি ফুটবল একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ণ হলেও অনুর্ধ-১৪’র ফাইনালে তারা হেরে গেছে মদনগঞ্জ ফুটবল একাডেমীর কাছে ১-৩ গোলে।
দিনের প্রথম ফাইনালে বঙ্গবীরের ইমরান ১৮ মিনিটে এবং সিয়াম ৩৬ মিনিটে গোল দু’টি করেন। গোল শোধের চেষ্টা থাকলেও দক্ষ ষ্ট্রাইকারের অভাবে জিকেএসপি গোল শোধ করতে না পেরে রানার্স আপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। অনুর্ধ-১৪’ ফুটবলে যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ণ হয়েছে মদনগঞ্জ ফুটবল একাডেমী। খেলার ১৮ ও ৫২ মিনিটে মেহেদী হাসান এবং শামীম ৩৪ মিনিটে গোল করেন। বঙ্গবীরের পক্ষে কাইফ ১টি গোল শোধ করেন খেলার ৩৩ মিনিটে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন পুরস্কার তুলে দেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শামীম ওসমান। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম ইসমাইল বাবুল, ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শহীদ হোসেন স্বপন,কোষাধ্যক্ষ রবিউল হোসেন, সদস্য,মোঃ ইব্রাহিম চেঙ্গিস, মোস্তফা কাওছার, গোলাম গাউছ, জাকির হোসেন,নেয়ামত উল্লাহ্ মিয়া,জসিম উদ্দিন,মেহেবুবুল হক তালুকদার টগর সহ ক্রীড়াঙ্গণের গন্যমান্য ব্যক্তিবর্গ।
সেলর অনুর্ধ-১৫ জাতীয় ফুটবলে নারায়ণগঞ্জ জেলা দল রানার্স আপ হওয়ায় কোচ,সহ কোচ ও খেলোয়াড়দের নগদ অর্থ প্রদান করেন ফুটবল এসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ টিটু।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ঃঅনুর্ধ-১২- মোঃ ইমরান (বঙ্গবীর সংসদ)। অনুর্ধ-১৪-মেহেদী হাসান (মদনগঞ্জ ফুটবল একাডেমী)
সেরা গোলদাতাঃ অনুর্ধ-১২-সৈকত (চান্দু স্পোর্টিং ক্লাব)। অনুর্ধ-১৪- মেহেদী হাসান(মদনগঞ্জ ফুটবল একাডেমী)