নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট শনিবার দুপুর ৩টায় ইসদাইর বাজারস্থ সংলগ্নে প্রতিবন্ধী প্রগতি সংস্থার না:গঞ্জে জেলা কার্যালয়ে এ আয়োজন করা হয়।
আয়োজন অনুষ্ঠানটিতে প্রতিবন্ধী প্রগতি সংস্থার সাধারন সম্পাদক মো: ইউসুফ হাওলাদার এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও জনকল্যান ফাউন্ডেশন সভাপতি ও প্রতিবন্ধী প্রগতি সংস্থার সহ-সভাপতি মো: তরিকুল ইসলাম লিমন সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠান শেষে নাসিম ওসমান স্মৃতি দু:স্থ্য ও জনকল্যান ফাউন্ডেশন এর অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে দুটি হুইল চেয়ার বিতরণ করা হয়।