নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনের প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বাদ যোহর খানপুর মোড়ে মেট্রোহল বাস স্ট্যান্ড ইজারাদার ও মেট্রোহল পরিবহন শ্রমিক কমিটি (রেজি: নং–৩৮১০) এর উদ্যোগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পারভীন ওসমান বলেন, নারায়ণগঞ্জের মানুষ নাসিম ওসমানকে অত্যন্ত ভালোবাসতো বিধায় তাকে স্মরণ করে আজকে এ মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন। নাসিম ওসমান ছিলেন মহান এক ব্যক্তিত্ব, তিনি মৃত্যুর আগ পর্যন্ত ত্যাগের রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন একজন ত্যাগি রাজনৈতিক নেতা। যারা ত্যাগ স্বীকার করে তারাই একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু তিনি তার ছেলেকে রেখে গেছেন অসহায় ও গরীব মানুষদের সেবা করার জন্য। আপনারা দোয়া করবেন আমি ও আমার সন্তান যেন আপনাদের সেবায় সবসময় থাকতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ–৫ আসনের প্রয়াত সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান, ছেলে আজমেরী ওসমান, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, মহানগর জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মামুন খান, মো. আনোয়ার হোসেন আনু, মনিরুজ্জামান, মো. রফিকুল ইসলাম, ঝুনু প্রমুখ।