নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ ৫ আসনে চারবারের নির্বাচিত প্রয়াত সাংসদ একে এম নাসিম ওসমানের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ঝিকুর উদ্যাগে দোয়া করা হয়েছে। ৩০শে এপ্রিল মঙ্গলবার সকালে মাসদাইর বেন্দ্রীয় কবরস্থানে নাসিম ওসমানের কবরে জিয়ারত করা হয়।
এসময় প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনা দোয়া করেন তারা। এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান এবং তার ছেলে আজমেরী ওসমান এর জন্য বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ ৫ আসনে চারবারের নির্বাচিত প্রয়াত সাংসদ একে এম নাসিম ওসমানের ১০তম মৃত্যুবার্ষিকীতে দিন ব্যাপী ছিলো নানা আয়োজন। বাদ আসর মাসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি বন্দরেও দোয়ার আয়োজন করা হয়েছে।